বুধবার ● ২৪ মে ২০১৭
প্রথম পাতা » খাগড়াছড়ি » পানছড়ি সদর ইউপি‘র বাজেট সভা
পানছড়ি সদর ইউপি‘র বাজেট সভা
পানছড়ি প্রতিনিধি :: (১০ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বেলা ৪.২৫মি.) খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় ৩নং পানছড়ি সদর ইউনিয়ন পরিষদের উম্মুক্ত বাজেট সভা সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে ২৪ মে বুধবার সকালে ইউপি কার্যলয় মাঠে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম।
ইউপি চেয়ারম্যান মো. নাজির হোসেন এর সভাপতিত্বে সভায় বিষেশ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, থানার (ভারপ্রাপ্ত) অফিসার ইনচার্জ (ওসি) মনোজ কান্তি কুড়ি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. বাহার মিয়া, বিএনপি‘র সভাপতি মো. বেলাল হোসেন ও নয়ন জ্যোতি চাকমা প্রমূখ।
ইউপি সচিব মো. নজরুল ইসলাম এর পরিচালিত সভায় আরো বক্তব্য রাখেন, পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলি আহম্মদ ও বাজার উন্নয়ন কমিটির সভাপতি মো. হেদায়েত আলী তালুকদার প্রমূখ।
৩নং ওয়ার্ড সদস্য সঞ্জয় চাকমার স্বাগত বক্তব্যের সভায় ২০১৭-২০১৮ অর্থ বছরে সম্ভব্য আয় ধরা হয় ৯৩ লাখ ২৩হাজার ৩শত ৬৫টাকা এবং ব্যয় ধরা হয় ৮০লাখ ৬০হাজার টাকা।
পানছড়িতে উন্নয়ন ভাবনা বিষয়ক প্রেস ব্রিফিং
পানছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি জেলা তথ্য কার্যলয়ের উদ্যেগে সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ক প্যাকেজ প্রচার কার্যক্রমের প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যেগসমূহের ব্রান্ডিং ও বিভিন্ন ক্ষেত্রে সরকারের অর্জিত সফলতা ও উন্নয়ন ভাবনা টেকসই উন্নয়নের লক্ষসমূহ (এসডিজি) ভিশন/২০২১ এর লক্ষ ও অর্জনসমূহ এবং সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী প্রচার কার্যক্রমের আওতায় পানছড়িতে প্রেস ব্রিফিং ২৪ মে বুধবার সম্পন্ন হয়েছে।
এ উপলক্ষে জেলা তথ্য কর্মকর্তা এসএম অনীক চৌধুরীর সভাপতিত্বে সকালে ব্রিফিং এ প্রধান অতিথি হিসাবে বাক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান সর্বোত্তম চাকমা।
জেলা তথ্য কার্যলয়ের ঘোষক রীপু খীসার পরিচালিত অনুষ্টানে আরো বক্তব্য রাখেন, পানছড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহজাহান কবির সাজু।