বুধবার ● ২৪ মে ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে সৌন্দর্য্যের লীলাভূমি মহামুনি বৌদ্ধ মন্দিরে ২৮ বুদ্ধ
রাউজানে সৌন্দর্য্যের লীলাভূমি মহামুনি বৌদ্ধ মন্দিরে ২৮ বুদ্ধ
রাউজান (দক্ষিণ) প্রতিনিধি :: (১০ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.৪১মি.) চট্টগ্রাম জেলার রাউজান একটি মডেল উপজেলা শিক্ষা, শান্তি, অগ্রগতি,উন্নয়নের এর মধ্য প্রমাণ করেছেন রাউজান থেকে তিনবার নির্বাচিত সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী।
যার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের জন্য দিন দিন বদলে যাচ্ছে রাউজান একটি অাধুনিক উপজেলা । বর্তমান সরকার যে ডিজিটাল স্বপ্নের দেশ গড়তে উদ্যোগ নিয়েছে তার কোন অংশে পিচিয়ে নেই রাউজান উপজেলা। রাউজানের প্রতিটি ইউনিয়নে রাতের অন্ধকারে এ অলৌকিত করা হয়েছে বিদ্যুৎ ভাল্বের আলো দিয়ে বিসিক শিল্প এলাকা প্রতিষ্ঠার কার্যক্রম শুরু হচ্ছে শীঘ্র ব্যয় হচ্ছে ৮০ কোটি টাকার প্রকল্প এবং হাজার হাজার বেকার লোকের কর্মসংস্থান হবে।
চুয়েট এলাকা পর্যন্ত সম্প্রসারিত হচ্ছে রেললাইন, এটি শেষ হলে চট্টগ্রাম শহর থেকে রাউজান সময়ের ব্যবধানে চলাচল পথ সহজ হবে। একটি ইসলামী বিশ্ববিদ্যালয় স্থাপন করা হচ্ছে, দুটি পিংক সিটি, এসব কাজ শেষ হলে বাংলাদেশের সবচেয়ে মডেল থানায় পরিনিত হবে চট্টগ্রামের রাউজান উপজেলা এটিকে অনেক মানুষ ছোট একটি শহর বলছেন।
রাউজানের অপার সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র মহামুনি গ্রামটি। প্রকৃতিপ্রেমি ও ভ্রমণ পিপাসুদের কাছে মহামুনি ধীরে ধীরে আকর্ষণীয় হয়ে উঠছে। সবুজ ছায়াঘেরা গ্রামটি অপরুপ সৌন্দর্য আকর্ষণীয় হচ্ছে। মহামুনি এলাকা জুড়ে রয়েছে সবুজের সমাহার। গ্রামটি মূলত একটি উচু টিলায় অবস্তিত্ব, আপনি যখন মন্দির প্রবেশ করবেন দেখা মিলবে বড় বড় ও ছোট ছোট উচু নিচু ধরনের অনেক প্রহার টিলা ও মহামুনি গ্রাম সবুজ মনোমুগ্ধকর একটি স্থান। রাউজান পাহাড়তলী হতে ২ কিলোমিটার দুরে অবস্থিত মহামুনি। শীত, গ্রীষ্ম, বর্ষাসহ সকল ঋতুতেই এটি পর্যটন কেন্দ্র রূপ দেখা যায়। একমাত্র পর্যটন কেন্দ্রে এসেই প্রকৃতির সৃষ্ট নানা রূপ বিভিন্ন ঋতুতে উপভোগ করা সম্ভব। সে কারণেই মহামুনি এসে প্রকৃতির সাথে নিজের মনকে একাকার করে নিজ মনে উপলব্ধিতে অনুভব করতে পারাযাবে। সৌন্দর্য্যের লীলাভূমি মহামুনি মন্দির যার মধ্যে অাপনি অাসলে দেখতে পাবেন বৌদ্ধ দের মন্দির এর বিভিন্ন স্থাপনা। এই মন্দিরে বিভিন্ন স্থাপনা আপনার নজর কাড়বে, তবে বেশি অার্কশনীয় হচ্ছে ২৮টি বৌদ্ধ মন্দির, যা সারি সারি এ স্থানে স্থাপন করা হয়েছে।
ছোট শিশুদের জন্য শিশু পার্ক বিনোদন কেন্দ্র ও স্থাপনা। তার পাশে দর্শনার্থীদের নজর লাগাবেন পাহাড়তলী নতুন ইউনিয়ন পরিষদের ভবনটি। সৌন্দর্য্যের লীলাভূমি মহামুনি বৌদ্ধ মন্দিরে স্থাপিত হয়েছে ২৮ বুদ্ধ।
অপরূপ সুন্দজের পরিবেশ এই রাউজানের এর মহামুনি গ্রাম কিন্তু সরকার যদি একটু নজর দেয় তাহলে এই স্থাপনাটি হবে পযর্টক এর স্থান এবং এর সাথে হবে দেশি-বিদেশী পর্যটকের আগমন। এর মধ্যে থেকে দেশের জন্য রাজস্ব অায়র অবদান রাখবে। রাঙামাটি, বান্দরবন ও খাগড়াছড়ি পর্যটন কেন্দ্রের সাথে তাল মিলিয়ে মহামুনি মন্দিরের বিশেষ গুরুত্ব রাখলে এটি দেশের ইতিহাসে পর্যটক এর স্থান দখল করে রাখবে।
রাউজানে সংসদ সদস্য এই মহামুনি মন্দিরে বিভিন্ন সময় উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখার তথ্য পাওয়া গেছে। ধারাবাহিকতা রাউজান একটি মডেল পযর্টক এলাকা। দেরি না করে চলে আসুন মাস্টারদা সূর্য সেন, নবীন সেন, ও সৌন্দর্য্যের প্রকৃতি স্থান রাবার বাগান ইত্যাদি।