

বুধবার ● ২৪ মে ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে ব্যাধিতে আক্রান্তদের মাঝে সমাজসেবার চেক বিতরণ
রাঙামাটিতে ব্যাধিতে আক্রান্তদের মাঝে সমাজসেবার চেক বিতরণ
ষ্টাফ রিপোর্টার :: (১০ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.১০মি.) রাঙামাটি জেলা সমাজসেবা কার্যালয় ২০১৬-২০১৭ অর্থ বছরের ২য় কিস্তি হিসাবে জেলার বিভিন্ন উপজেলার ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস ও স্ট্রোকে আক্রান্ত ৭জন রোগীর মাঝে ৫০ হাজার টাকা করে মোট ৩লক্ষ ৫০ হাজার টাকার চেক প্রদান করে।
২৪ মে বুধবার সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা তার অফিস কক্ষে রোগীদের মাঝে এ চেক বিতরণ করেন।
এ সময় জাতীয় সমাজ সেবা পরিষদের সদস্য ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান চিংকিউ রোয়াজা, পুলিশ বিভাগের গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) পারভেজ আলী, সমাজ সেবা বিভাগের সহকারী পরিচালক রুপনা চাকমা, উচ্চমান সহকারী দিলিপ কুমার চাকমা, সমাজসেবা ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাঙামাটি সদর উপজেলার স্বর্ণটিলা মুসলিম পাড়ার মো. ফরিদ, আসামবস্তী এলাকার শিমুল বড়ুয়া, গর্জনতলী এলাকার গীতা ত্রিপুরা, কাউখালী উপজেলার চৌধুরী পাড়ার মো. হাবিবুল জাকারিয়া চৌধুরী, বড়ডলু পাড়ার আটুশি মারমা, লংগদু উপজেলার মারিশ্যারচর এলাকার মো. রুহুল আমিন ও লংগদু যুবলক্ষী পাড়ার নূর হোসেনকে চিকিৎসার্থে প্রতিজনকে ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়।