বুধবার ● ২৪ মে ২০১৭
প্রথম পাতা » অপরাধ » ঈশ্বরগঞ্জে দূর্বৃত্তের দেয়া বিষে ৬ লক্ষাধিক টাকার মাছ ধ্বংস
ঈশ্বরগঞ্জে দূর্বৃত্তের দেয়া বিষে ৬ লক্ষাধিক টাকার মাছ ধ্বংস
ময়মনসিংহ অফিস :: (১০ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.২৯মি.) ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দূর্বৃত্তদের দেয়া বিষে এক মৎস্য চাষির পুকুরের ৬ লক্ষাধিক টাকার মাছ মরে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।
২৩ মে মঙ্গলবার রাতে ঈশ্বরগঞ্জ ইউনিয়নের খৈরাটি গ্রামের মৎস্য চাষি আজিজুল হক পুকরে এ ঘটনা ঘটেছে ।
সরেজমিন বুধবার ওই গ্রামে গিয়ে দেখা যায়, মৎস্য চাষি আজিজুল হক পুকুর পাড়ে দুর্বৃত্তদের দেয়া বিষে নিধনকৃত মাছ নিয়ে আহাজারি করছেন।
আজিজুল হক জানান, আমার বহু কষ্টের সম্পদ দুর্বৃত্তরা ধ্বংস করে দিল । আমি আজ নি:স্ব। আমার ৮০ শতক পুকুরে গুলশা, শিং ও দেশি জাতীয় মাছ চাষ করেছিলাম । এ পুকুরের মাছ ১৫ হাজার ৮শত টাকা মন দরে হাটুলিয়ার স্বপন নামের এক ব্যবসায়ির কাছে বিক্রি করেছিলাম এবং তার কাছ থেকে ১৫ হাজার টাকা বায়নাও নিয়েছিলাম ।
২৪ মে বুধবার পুকুর থেকে মাছ ধরে নেওয়ার কথা ছিল। কিন্তু মঙ্গলবার রাত ১ টার দিকে পুকুর পাড় থেকে বাড়ি এসে তিনটার দিকে আবার পুকুর পাড়ে যাই। এ সময় পুকুরে মাছের লাফালাফির শব্দে এগিয়ে গিয়ে দেখি মাছ ভাসছে। মুহূর্তের মধ্যে দ’ুটি পুকুরের সব মাছ ভেসে উঠে। এ সময় তার ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। আজিজুল হক আরো জানান , তার পুকুরে প্রায় ৪০ মন মাছ ছিল। যার বাজার মূল্য প্রায় ৬ লক্ষ ৩২ হাজার টাকা । তিনি বিষয়টি তাৎক্ষণিক মোবাইল ফোনে ঈশ্বরগঞ্জ থানার ওসিকে অবহিত করেন।
এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তার সাথে একাধিকবার মোবাইল ফোনে কথা বলার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।
এ ব্যাপারে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল আলম খান বিষয়টি অবগত আছেন বলে জানান।