বুধবার ● ২৪ মে ২০১৭
প্রথম পাতা » পটুয়াখালী » পবিপ্রবিতে ছাত্রলীগের ৪ নেতাকর্মি বহিষ্কার
পবিপ্রবিতে ছাত্রলীগের ৪ নেতাকর্মি বহিষ্কার
পটুয়াখালী প্রতিনিধি :: (১০ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৫৪মি.) পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ১০ শিক্ষার্থীর ওপর ছাত্রলীগের হামলার ঘটনায় পবিপ্রবি শাখা ছাত্রলীগের চার নেতাকর্মীকে সাময়িক বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। ২৩ মে মঙ্গলবার রাতে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরী এ সিদ্ধান্ত গৃহীত হয়।
বহিষ্কৃতরা হলেন-পবিপ্রবি শাখা ছাত্রলীগের দপ্তর সম্পাদক আ.ন.ম শফিউল্লাহ অভি, উপ-সাহিত্য বিষয়ক সম্পাদক কাউছারুজ্জামান সুমন, ছাত্রলীগ কর্মী বাদল চন্দ্র শীল ও আরাফাত ইসলাম সাগর।
কেন্দ্রীয় ছাত্রলীগের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের ব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্থানীয়দের (দুমকি উপজেলায় বসবাসকারী) নিয়ে আপত্তিকর মন্তব্যের জের ধরে রবিবার সন্ধ্যায় পবিপ্রবি ছাত্রলীগের দফায় দফায় হামলায় কমপক্ষে ১০ শিক্ষার্থী আহত হন।