বৃহস্পতিবার ● ২৫ মে ২০১৭
প্রথম পাতা » বরগুনা » বিষখালী নদীতে ফেরী চালুর দাবীতে মানববন্ধন
বিষখালী নদীতে ফেরী চালুর দাবীতে মানববন্ধন
বরগুনা প্রতিনিধি :: (১১ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৪.২৮মি.) বরগুনায়. পাথরঘাটা -বামনা-বেতাগী নির্বাচনী এলাকাকে সংযুক্ত করার প্রয়োজনে এবং বরগুনা জেলা সদর, বেতাগী উপজেলা, মির্জাগঞ্জ উপজেলাসহ পটুয়াখালী জেলার সাথে সড়ক পথে বামনা, মঠবাড়িয়া, পিরোজপুর,মংলা বন্দর খুলনা বিভাগের সাথে যোগাযোগ স্থাপনে বিষখালী নদীতে বামনা- বদনীখালী খেয়াঘাটে ফেরী চালুর দাবীতে বামনা-বদনীখালী ফেরী চাই সংগ্রাম পরিষদের উদ্যোগে ২৫ মে বৃহস্পতিবার সকালে বামনা-বদনীখালী বিষখালী নদীর দুই তীরে মানববন্ধন কর্মসূচি পালন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংগ্রাম পরিষদের অাহবায়ক বামনা প্রেস ক্লাবের সভাপতি মো. দুলাল অাকন ও বুড়ামজুনদার ইউনিয়ন অাওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা মো. অালতাব হোসেন এর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন কর্মসূচি বক্তব্য রাখেন সাবেক উপজেলা মো. মানজুলর রব মুরতজা হাসান,উপজেলা জাপার সভাপতি মো. ফারুক অাকন, মুক্তিযোদ্ধা মো. জয়নাল অাবেদিন খান ও দৈনিক সাগরকুল পত্রিকার সম্পাদক মো. নেছার উদ্দিন প্রমুখ।
এসময় বক্তরা বামনা-বদনীখালী দ্রুত ফেরী চালু করার দাবীর প্রতি গুরুত্বরোপ করেন।