রবিবার ● ১৫ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » গাজিপুর » অভিযোগ নিষ্পত্তির পদ্ধতি বিষয়ক কর্মশালা
অভিযোগ নিষ্পত্তির পদ্ধতি বিষয়ক কর্মশালা
মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর প্রতিনিধি :: গাজীপুরে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে উপকারভোগীদের “অভিযোগ নিষ্পত্তির পদ্ধতি” বিষয়ক ১দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ৷
১৪ নভেম্বর শনিবার সকালে গাজীপুর জেলা পরিষদ মিলনায়তনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে৷
উক্ত কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. গোলাম মোস্তফা ৷
কর্মশালার সভাপতি ও ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. আনিসুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রকল্পের প্রকল্প পরিচালক যুগ্ম সচিব সত্যেন্দ্র কুমার সরকার, গাজীপুর জেলা প্রশাসক এসএম আলম, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের উপ-প্রকল্প পরিচালক মো. ইফতেখারুল ইসলাম, ট্রেনিং স্পেশালিস্ট একেএম নুরুল ইসলাম প্রমুখ ৷
কর্মশালায় ঢাকা, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ ও টাঙ্গাইল জেলার অতিরিক্ত জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপ-সহকারী প্রকৌশলী ও সাংবাদিকসহ ১শ ৩০ জন কর্মকর্তা অংশ নেন ৷
কর্মশালায় জানানো হয়, দেশে দারিদ্রসীমার নিচে ২৪ দশমিক ০৮ শতাংশ লোক বাস করছে ৷ ২০২১ সালে তা নামিয়ে আনা হবে ১২ শতাংশে ও ২০৪১ সালে এ সংখ্যা হবে শূন্যের কোঠায় ৷
কর্মশালার সভাপতি ও ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. আনিসুর রহমান কর্মকর্তাবৃন্দের কর্মশালায় সক্রিয় অংশগ্রহণের আহবান জানান এবং কর্মশালার সফলতা কামনা করেন ৷ তিনি আশা প্রকাশ করেন কর্মশালা হতে লব্ধ অভিজ্ঞতা সংক্ষুব্ধ ব্যক্তির অভিযোগ নিষ্পত্তিতে সহায়ক হবে ৷