বৃহস্পতিবার ● ২৫ মে ২০১৭
প্রথম পাতা » গাজিপুর » পুলিশী বাধায় গাজীপুর বিএনপির বিক্ষোভ সমাবেশ
পুলিশী বাধায় গাজীপুর বিএনপির বিক্ষোভ সমাবেশ
গাজীপুর জেলা প্রতিনিধি :: (১১ জ্যৈষ্ঠ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.৫৩মি.) ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে সমাবেশ করতে না দেওয়ার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পুলিশের বাধা ও বেষ্টনীর মধ্যে গাজীপুরে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি ও অঙ্গ সংগঠন।
২৫ মে বৃহস্পতিবার গাজীপুর জেলা বিএনপির কার্যালয়ের সামনে দলীয় নেতা কর্মীরা উপস্থিত হতে থাকলে পুলিশ পুরো এলাকা ঘিরে রাখে। মিছিল নিয়ে নেতাকর্মীদের রাস্তায় নামতে দেয়নি পুলিশ। পরে পুলিশী বেষ্টনীর মধ্যে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় নেতা হাসান উদ্দিন সরকার, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক শিল্পপতি মোঃ সোহরাব উদ্দিন, বিএনপি নেতা আফজাল হোসেন কায়সার, সাখাওয়াৎ হোসেন সবুজ, হান্নান মিয়া হান্নু, আব্দুস সালাম, সাবেক ভিপি জয়নাল আবেদীন তালুকদার, সাবেক ছাত্রনেতা হুমায়ুন কবীর রাজু, নাহীন আহমেদ মমতাজী, সেলিম রানা, নাসির উদ্দিন নাসির, জাহিদ হোসেন, আতাউর রহমান মোল্লা, জাহাঙ্গীর হাজারী, ইঞ্জিনিয়ার ইদ্রিস খান, রায়হান আল মাহমুদ রানা প্রমুখ।
এছাড়া একই দাবিতে সকালে গাজীপুর মহানগর যুবদলের উদ্যোগে চান্দনা চৌরাস্তা এলাকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। যুবদল নেতা মো. শওকত হোসেন বাবুর নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন যুবদল নেতা মো. আশরাফ, মো. মাসুদ রানা, মো. আব্দুস সোবাহান, মো. আইনাল, মো. লিটন, মো. শহিদ প্রমুখ।
এদিকে গাজীপুরের টঙ্গীর কলেজ গেইট এলাকায় সকাল ৯টার দিকে টঙ্গী পৌর গেইট থেকে বিএনপির কেন্দ্রীয় সদস্য ও সাবেক এমপি হাসানউদ্দিন সরকারের নেতৃত্বে গাজীপুর মহানগর ছাত্রদলের ব্যানারে একটি মিছিল বের হয়। মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে দিকপদিক্ষন করে টঙ্গী সরকারী কলেজ গেইট এসে শেষ হয়।