শুক্রবার ● ২৬ মে ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে প্রতিমন্ত্রীর অনুদানের চেক বিতরণ
বান্দরবানে প্রতিমন্ত্রীর অনুদানের চেক বিতরণ
বান্দরবান প্রতিনিধি :: (১২ জ্যৈষ্ঠ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.১৬ মি.) বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সেচ্ছাধীন তহবিল হতে বরাদ্দকৃত অনুদানের চেক বিতরণ করা হয়। ২৬ মে শুক্রবার সকালে বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ের সভা কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। সভাপতিত্ব করেন বান্দরবান জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক। অনুষ্ঠানে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিংয়ং ম্রো, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য মোজাম্মেল হক বাহাদুর, ফিলিপ ত্রিপুরা, তিংতিং ম্যা মার্মা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দিদারে আলম চৌধুরী মাকসুদ, অতিরিক্ত পুলিশ সুপার আলী হোসেনসহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আপদকালীন পরিস্থিতি মোকাবেলা জি আর খাত হতে মোট ১০৬ জনকে ২৪,৪৫,০০০ টাকার অনুদান চেক প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন দেশে আজ অনেক মানুষ ভিক্ষাবৃত্তিকে পেশা হিসেবে নিয়েছে। এই ভিক্ষাবৃত্তি আমাদের লজ্জার। যারা নিতান্তই অক্ষম তাদের জন্য সরকার বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। ভিক্ষাবৃত্তি না করে পরিশ্রমের মাধ্যমে জীবনযাপন করার আহবান জানান প্রধান অতিথি।