শুক্রবার ● ২৬ মে ২০১৭
প্রথম পাতা » অপরাধ » ট্রেনের নিচে বাবা-মেয়ের আত্মহত্যা: আরও এক আসামি গ্রেফতার
ট্রেনের নিচে বাবা-মেয়ের আত্মহত্যা: আরও এক আসামি গ্রেফতার
গাজীপুর জেলা প্রতিনিধি :: (১২ জ্যৈষ্ঠ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৫০মি.) গাজীপুরের শ্রীপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে বাবা-মেয়ের আত্মহত্যার ঘটনায় আরও এক আসামিকে গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ।
২৬ মে শুক্রবার ভোররাতে নেত্রকোনা জেলার দূর্গাপুর উপজেলার ঝাঝড় গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত বোরহান উদ্দিন (৩৫) শ্রীপুর উপজেলার গোসিংঙ্গা ইউনিয়নের কর্ণপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি ঘটনার দিন থেকে পলাতক ছিলেন।
শ্রীপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম মোল্লা সিএইচটি মিডিয়াকে জানান, নেত্রকোণা জেলার দূর্গাপুর থানার ঝাঝড় গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার মামার দুর সম্পর্কের এক আত্মীয়র বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
শ্রীপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান সিএইচটি মিডিয়াকে জানান, বোরহান মামলার এজাহারভুক্ত আসামি। এ মামলায় অন্যদেরও গ্রেফতারে অভিযান চলছে।
উল্লেখ্য, ঢাকার কমলাপুর জিআরপি থানায় হালিমা বেগম বাদী হয়ে গত ৩০ এপ্রিল সাতজনের নাম উল্লেখ পূর্বক অভিযোগ দায়ের করলে রেলওয়ে পুলিশ আত্মহত্যা প্ররোচনার অভিযোগে মামলাটি গ্রহণ করেন। মামলাটি তদন্ত করছেন রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক আলী আকবর। ঘটনার দিনই গোসিঙ্গা ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য আবুল হোসেনকে আটক করে শ্রীপুর থানা পুলিশ।
ইতোপূর্বে ২ দিনের রিমান্ড শেষে বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। এদিকে মামলার ৩নং আসামি বোরহান উদ্দিনকে ঘটনার ২৭দিন পর গ্রেফতার করায় এনিয়ে ২ জন আসামিকে গ্রেফতার করতে পেরেছে পুলিশ। মামলার প্রধান আসামি ফারুকসহ বাকি আসামিরা আত্মগোপনে রয়েছেন।