শনিবার ● ২৭ মে ২০১৭
প্রথম পাতা » বরগুনা » তালতলীতে মটরসাইকেল প্রতিযোগীতায় দুর্ঘটনা : নিহত-১ আহত-২
তালতলীতে মটরসাইকেল প্রতিযোগীতায় দুর্ঘটনা : নিহত-১ আহত-২
বরগুনা প্রতিনিধি :: (১৩ জ্যৈষ্ঠ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৩.১৭মি.) বরগুনার তালতলী উপজেলার কড়ইবাড়িয়া বাজারে ২৭ মে শনিবার সকালে দু’টি মটরসাইকেল প্রতিযোগিতা দুর্ঘটনায় বিচারক জুলহাস (২৮) ঘটনাস্থলেই মারা গেছে।
এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে অন্য একজন বিচারক কড়ইবাড়িয়া মটরসাইকেল সমিতির সভাপতি আব্দুল জব্বার (৩৫) ও প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী মটরসাইকেল চালক জহিরুল হক (২৫)।
জানা গেছে, উপজেলার কড়ইবাড়িয়া গ্রামের ধলু জোমাদ্দারের পুত্র মটরসাইকেল চালক জহিরুল ইসলাম (২০) ও পার্শ্ববর্তী আলীরবন্দর গ্রামের আমজেদ মাঝির পুত্র অন্য মটরসাইকেল চালক জহিরুল হক (২৫) ৫শত টাকা পুরস্কার চুক্তিতে দ্রুত গতিতে মটরসাইকেল চালানোর প্রতিযোগিতা শুরু করেন।
এতে বিচারক হিসেবে ওই দুই জহিরুলের মটরসাইকেলের পিছনে উঠে বসেন কড়ইবাড়িয়া মটরসাইকেল সমিতির সভাপতি আব্দুল জব্বার ও অন্য এক মটরসাইকেল চালক নলবুনিয়া গ্রামের মাজেদ প্যাদার পুত্র জুলহাস। কিছুদুর চালানোর পর আলীরবন্দর নামক স্থানে মোক্তার আলী বাড়ীর রাস্তার মোড় ফিরলে একটি মিনিবাসের সামনে পরলে মটরসাইকেল দু’টি পাশে গাছের সাথে ধাক্কা লেগে রাস্তার পাশের ডোবায় যায়।
এতে ঘটনাস্থলেই বিচারক জুলহাস প্রান হারান।
গুরুতর আহত অবস্থায় আমজেদ মাঝিরপুত্র জহিরুল ও আ্দুল জব্বারকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।