সোমবার ● ২৯ মে ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম » হালদা নদী থেকে উদ্ধারকৃত কাতলা ব্রুড মাছটি চবির হালদা গবেষণাগারে হস্তান্তর
হালদা নদী থেকে উদ্ধারকৃত কাতলা ব্রুড মাছটি চবির হালদা গবেষণাগারে হস্তান্তর
কামরুল ইসলাম বাবু, রাউজান (চট্টগ্রাম) :: (১৫ জ্যৈষ্ঠ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.১৫মি) হালদা নদী থেকে উদ্ধারকৃত কাতলা ব্রুড মাছটি চবির হালদা গবেষণাগারে হস্তান্তর করা হয়েছে।
২৯ মে বেলা ১২ ঘটিকার সময় চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ মিলনায়তনে প্রাণিবিদ্যা আয়োজিত হস্তান্তর অনুষ্ঠানে হালদা গবেষণাগারের জন্য কাতলা ব্রুড মাছটি হস্তান্তর করেন রাউজান উপজেলা প্রশাসনের পক্ষে রাউজান উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম এহেছানুল হায়দার চৌধুরী, রাউজান উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম।
হালদা গবেষণাগারের পক্ষে মাছটি গ্রহন করেন চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি প্রফেসর ড. গাজী এস এম আসমত ও প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক হালদা গবেষক প্রফেসর ড. মনজুরুল কিবরিয়া।
এসময় উপস্থিত ছিলেন চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার( ভারপ্রাপ্ত) প্রফেসর ড. কামরুল হুদা,শিক্ষার্থী এস এম মুজিব,সাহেদ চৌধুরী জনি,জোবায়ের আহমেদ নিলয় ও কৌশিক কান্তি মজুমদার প্রমুখ।
উল্লেখ্য যে বিগত ২১ মে হালদা নদীর নোয়াজিশপুর ইউনিয়ন এর নদিমপুর এলাকা থেকে উদ্ধার করা হয় ১২ কেজি ওজনের এই কাতলা ব্রুড মাছটি।সেই সময় স্থানীয়রা মাছটি উদ্ধার করে উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করে।পরবর্তীতে উপজেলা প্রশাসন বরাবর মাছটি হালদা গবেষণাগারে প্রদানের জন্য আবেদন করে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ।তাদের আবেদনের প্রেক্ষিতে স্থানীয় সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর নির্দেশে মাছটি হালদা গবেষণাগারে প্রেরণের সিধান্ত গ্রহন করে উপজেলা প্রশাসন।
এদিকে মাছটি হালদা গবেষণাগারে হস্তান্তর এর মাধ্যমে শিক্ষার্থীদের মাছের সুরক্ষা, গবেষণা ও সংরক্ষণ সম্পর্কিত জ্ঞান বৃদ্ধির সুযোগ করে দেওয়ায় স্থানীয় সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী এবং রাউজান উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি প্রফেসর ড. গাজী এস এম আসমত ও প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক হালদা গবেষক প্রফেসর ড. মনজুরুল কিবরিয়া।## কামরুল ইসলাম বাবু, রাউজান, চট্টগ্রাম ২৯/০৫/২০১৭ইং