রবিবার ● ১৫ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » নবীগঞ্জে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করলেন উপজেলা চেয়ারম্যান
নবীগঞ্জে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করলেন উপজেলা চেয়ারম্যান
উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধি :: সারাদেশের ন্যায় নবীগঞ্জ উপজেলায় ও জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর প্রোগাম অনুষ্টিত হয়েছে ৷ শনিবার সকালে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ রথীন্দ্র চন্দ্র দেবের সভাপতিত্বে ক্যাম্পেইনের উদ্বোধন করেন উদ্বোধক নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর চৌধুরী ৷ এতে বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ,নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী ৷ এ সময় উপস্থিত ছিলেন কনসালটেন্ট সার্জারী ডাঃ মুছা হালদার, কনসালটেন্ট গাইনী ডাঃ সুর্বনা পোদ্দার, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল, মেডিকেল টেকনোলজিষ্ট অজিত কুমার দাশ প্রমূখ ৷
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সুত্রে জানা যায়, এ বছর নবীগঞ্জ উপজেলায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আওতায় লক্ষ্যমাত্রা ৬-১১ মাস বয়সী ৬ হাজার ২ শত ২৯ জন শিশুর মাঝে অর্জিত হয়েছে ৬ হাজার ১৪ জন,অর্জিত লক্ষ্যমাত্রা ৯৭% এবং ১২-৫৯ মাস বয়সী ৫২ হাজার ৭ শত ১৬ জন শিশুর মাঝে অর্জিত হয়েছে ৫১ হাজার ২শত ১৪ জন,অর্জিত লক্ষ্যমাত্রা ৯৮%৷ নবীগঞ্জে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এ আশানুরুপ লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ায় কতৃপক্ষ সন্তোষ প্রকাশ করেন ৷