বুধবার ● ৩১ মে ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত
বান্দরবানে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত
বান্দরবান প্রতিনিধি :: (১৭ জ্যৈষ্ঠ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৩০মি) তামাক উন্নয়নের অন্তরায় এ প্রতিপাদ্য নিয়ে বান্দরবানে পালিত হয়েছে বিশ্ব তামাক মুক্ত দিবস।
৩১ মে বুধবার সকালে বান্দরবান সিভিল সার্জন কার্যালয়ে এ বিষয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. উদয় শংকর চাকমা।
এসময় বিশেষ অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডা. অংচালু, অতিরিক্ত সিভিল সার্জন ডা. অংসুই প্রু, অতিরিক্ত পুলিশ সুপার শম্পা রানী সাহা, ইপসা ও হিলটপ এর বান্দরবান প্রতিনিধি মো. নজরুল ইসলাম (টিটু) প্রমূখ।
সভায় বক্তারা বলেন, তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের ফলে বর্তমানে তামাক ব্যবহারকারীর সংখ্যা অনেকটা কমে এসেছে। যারা ধূমপান করছে তারাও এখন আর প্রকাশ্যে ধূমপান করছেনা।
তারা আরো বলেন, বর্তমানে বাংলাদেশে তামাক ব্যবহারকারীর সংখ্যা ২৫শতাংশ। খুব কম সময়ের মধ্যেই এর ব্যবহার ২০শতাংশে নামিয়ে আনা হবে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্তি জেলা প্রশাসক (আইসিটি) মফিদুল আলম।