বুধবার ● ৩১ মে ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » বাগবাড়ীতে জিয়া’র ৩৬তম শাহাদৎ বার্ষিকী পালন
বাগবাড়ীতে জিয়া’র ৩৬তম শাহাদৎ বার্ষিকী পালন
আল আমিন মন্ডল,বগুড়া প্রতিনিধি :: (১৭ জ্যৈষ্ঠ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৩৬মি) বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক এমপি মো. হেলালুজ্জামান তালুকদার লালু বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন সফল রাষ্ট্রনায়ক ছিলেন। তিনি আমাদের সবার হৃদয়ের মাঝে চিরকাল-চিরদিন বেঁচে থাকবেন। তিনি স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের পুনঃ প্রতিষ্ঠাতা ও জাতীয় উন্নয়ন অগ্রগতির উজ্জ্বল ব্যক্তিত্ব ছিলেন।
তিনি গতকাল মঙ্গলবার বাদ আসর বগুড়া গাবতলীর নশিপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গদলের উদ্যোগে বাগবাড়ীতে শহীদ জিয়া কলেজ মাঠে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৬তম শাহাদৎ বার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত এবং ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
নশিপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মাহফুজার রহমান ফারুকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন গাবতলী থানা বিএনপির সাধারন সম্পাদক উপজেলা চেয়ারম্যান মোরশেদ মিল্টন ও সাংগঠনিক সম্পাদক এনামুল হক নতুন।
এসময় উপস্থিত ছিলেন ড্যাব বগুড়া জেলা শাখার সভাপতি অধ্যাপক ডা. শাহ শাহজাহান আলী, ড্যাব নেতা ডা. জয়নাল আবেদীন, ডা. বদিউজ্জামান, বিএনপির নেতা রোকন তালুকদার, আবুল হোসেন মোল্লা, উপজেলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া জেরিন রনি, আতিকুর রহমান, মফিদুল ইসলাম ও আব্দুল মাজেদ প্রমূখ।
শেষে দেশ-জাতি ও জিয়া পরিবারের কল্যাণ কামনা করে দোয়া মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওঃ হামিদুল ইসলাম।