বৃহস্পতিবার ● ১ জুন ২০১৭
প্রথম পাতা » খেলা » বরকলে মাসব্যাপি ফুটবল প্রশিক্ষণ এর সনদপত্র বিতরণ
বরকলে মাসব্যাপি ফুটবল প্রশিক্ষণ এর সনদপত্র বিতরণ
ক্রীড়া প্রতিবেদক :: জেলা ক্রীড়া দপ্তর রাঙামাটি পার্বত্য জেলা এর ব্যবস্থাপনায় ৩১ মার্চ তারিখ থেকে বরকল উপজেলা সদরে বরকল মডেল উচ্চ বিদ্যালয় সংলগ্ন ক্রীড়া সংস্থার খেলার মাঠে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনী মধ্য দিয়ে ৩০ জন প্রশিক্ষনার্থী স্কুল ছাত্র অংশ গ্রহনে শূরু হওয়া মাসব্যাপি ফুটবল প্রশিক্ষণ এর সফল প্রশিক্ষনার্থীদেরকে আনুষ্ঠানিকভাবে সনদপত্র বিতরণী মধ্য দিয়ে গত ২৯ মে সোমবার সমাপ্ত করা হয়েছে।
বরকল উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া পারভিন প্রধান অতিথি হয়ে উপস্থিত থেকে প্রশিক্ষনার্থীদেরকে সনদপত্র বিতরন করেছেন জেলা ক্রীড়া কর্মকর্তা স্বপন কিশোর চাকমা মাসব্যাপি ফুটবল প্রশিক্ষণের লক্ষ্য-উদ্দেশ্য এবং পড়ালেখার পাশাপাশি নিজেকে খেলাধূলায় চর্চা রেখে সুষ্ঠ মন-সুষ্ঠ শরীর গঠনের এবং যাবতীয় মাদকদ্রব্য ও সন্ত্রাসি কার্যকলাপ থেকে সম্পূর্ন মুক্ত রেখে সুন্দর জীবন চলার পথ সুগম করার উপদেশমূলক তাঁর স্বাগতিক বক্তব্যে তুলে ধরেছেন এবং উপস্থিত প্রধান অতিথিও উক্তরূপভাবে যাবতীয় মাদকদ্রব্য,সন্ত্রাসি ও ইভটিজিংসহ এর ক্ষতিকারক দিকগুলো উল্লেখ করে পড়ালেখার পাশাপাশি নিজেকে খেলাধূলায় চর্চায় মনোনিবেশ করার জন্য তাঁর মূল্যবান বক্তব্যে তুলে ধরেছেন ।
বরকল মডেল উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষিক মতি লাল চাকমা(বিপিএড) এ মাসব্যাপি ফুটবল প্রশিক্ষণ প্রদান করেছেন ও বরকল মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশিক্ষণের সমন্বয়কের দায়িত্ব পালন করেন।