রবিবার ● ১৫ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » পাবনা পল্লী বিদ্যুত্ সমিতি-১ এর ভাঙ্গুড়া সাব জোনাল অফিস উদ্বোধন
পাবনা পল্লী বিদ্যুত্ সমিতি-১ এর ভাঙ্গুড়া সাব জোনাল অফিস উদ্বোধন
পাবনা প্রতিনিধি:: পাবনার ভাঙ্গুড়া উপজেলার সাধারন মানুষের কাছে পাবনা পল্লী বিদ্যুত্ সমিতি-১ এর গ্রাহক সেবার মান বৃদ্ধির লক্ষে ১৪ নভেম্বর,শনিবার সকালে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে ভাঙ্গুড়া সাব জোনাল অফিসের অস্থায়ী কার্যলয়ের শুভ উদ্বোধন ঘোষনা করা হয় ৷ উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জনাব আলহাজ মোঃ মকবুল হোসেন এমপি ফলক উন্মোচনের মাধ্যমে ভাঙ্গুড়া সাব জোনাল অফিসের অস্থায়ী কার্যলয়ের শুভ উদ্বোধন ঘোষনা করেন ৷ উদ্বোধনকালে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বিগত সাত বছরে পাবনা-৩ এলাকার ৭০ ভাগ মানুষ বিদ্যুত্ সেবার অন্তর্ভুক্ত হয়েছে যা পুর্বে ৩৭ ভাগ ছিল ৷ বর্তমান সরকার দুঃখ,বেদনাতুর আর রোগব্যাধীতে আক্রান্ত মানুষের সেবা এবং সাধারণ মানুষের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে বলে অচিরেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে ৷ দুষকৃতিকারিদের সরকার কঠোর হসন্তে দমন করতে সচেষ্ট রয়েছে বলে গ্রামের মানুষ আজ শান্তিতে ঘুমোচ্ছে এবং পেট ভরে খেতে পাচ্ছে ৷ তাই আপনারা নিজ নিজ গ্রামের মানুষের কাছে সরকারের ভালো কাজের প্রসংশা করুন ৷ পাবনা পল্লী বিদ্যুত্ সমিতি-১ এর সভাপতি গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পাবনা পল্লী বিদ্যুত্ সমিতি-১ এর জি এম শাহাজুলফিকার হায়দার প্রিন্স,ভাঙ্গুড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ লোকমান হোসেন ও সাধারণ সম্পাদক মেয়র ইনঞ্জিনিয়ার আঃ রহমান প্রধান,সাবেক ভাঙ্গুড়া উপজেলা চেয়ারম্যান বাকী বিল্লাহ, ভাঙ্গুড়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সাইদুল ইসলাম ,আজাদ খান সহ প্রমুখ ৷ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পাবনা পল্লী বিদ্যুত্ সমিতি-১ এর এজিএম সাইফুল ইসলাম,ডি জি এম (কারিগরি)জাহাঙ্গীর আলম,নির্বাহী প্রকৌশলী হাবিবর রহমান(প্রকল্প),বীর মুক্তিযোদ্ধা আসাদুর রহমান,ভাঙ্গুড়া উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি জাকির হোসেন ছবি,যুগ্ন সম্পাদক রমজান আলী ,সাংগঠনিক সম্পাদক আসলাম আলী, যুবলীগ নেতা ইবনুল হাসান শাকিল, ভাঙ্গুড়া উপজেলা ছাত্রলীগের যুগ্ন সাধারন সম্পাদক মারুফ হাসনাত নটু,ভাঙ্গুড়া পৌর ছাত্রলীগের সভাপতি প্রভাষক হেলাল উদ্দিন খানসহ এলাকার শিক্ষাবিদ ও সুশীল সমাজের ব্যাক্তিবর্গ ৷ অনুষ্ঠানটি উপস্থাপনা করেন প্রগতিশীল ছাত্রনেতা,ভাঙ্গুড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমরান হাসান আরিফ ৷ উল্লেখ্য অনুষ্ঠান শেষে প্রধান অতিথি মেন্দা গুচ্ছ গ্রামের ১২০টি ও উপজেলা পাড়ার ১৬ নতুন বিদ্যুত্ সংযোগের উদ্বোধন করেন ৷