শনিবার ● ৩ জুন ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের পক্ষ থেকে গণ গ্রেপ্তারের নিন্দা
পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের পক্ষ থেকে গণ গ্রেপ্তারের নিন্দা
প্রেস বিজ্ঞপ্তি :: পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে শাহাদাৎ ফরাজি সাকিব প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান গত ১ জুন রাঙামাটি জেলা লংগদু উপজেলার মোটর সাইকেল চালক নুরুল ইসলাম নয়ন (৪০)কে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়।
ইতিমধ্যে লক্ষ করা গেছে নয়ন হত্যা ধামাচাপা দিতে একটি মহল বিভিন্ন ভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তারা সাধারন মানুষের বসত বাড়িতে অগ্নি সংযোগের মত ভয়াবহ কাজে লিপ্ত হচ্ছে এবং পরিকল্পিতভাবে তার দোষ সাধারন বাঙালিদের উপর চাপিয়ে দিচ্ছে। তারই প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং কিছু প্রচার মাধ্যমে (মিডিয়া)অতি উৎসাহিত হয়ে কিছু ব্যাক্তি অন্য কোন ঘটনার ছবি দিয়ে অপপ্রচারের মাধ্যমে সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে।
এসব অপপ্রচারকারিদের আইনের আওতায় আনার জোড় দাবী জানিয়েছে সংগঠনটি।
নয়ন হত্যাকাণ্ডে আজ তিন দিন অতিবাহিত হলেও স্থানীয় প্রশাসন হত্যার সাথে জড়িত কোন ব্যাক্তিকে এখন পর্যন্ত গ্রেপ্তার না করে উল্টা মিথ্যা ভিত্তিহীন অভিযোগের ভিত্তিতে সাধারন বাঙালিদের গণ গ্রেপ্তার চালিয়ে যাচ্ছে। পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের পক্ষ থেকে এসব গণ গ্রেপ্তারের তিব্র নিন্দা এবং প্রতিবাদ জানানো হয়।