রবিবার ● ৪ জুন ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » লংগদুতে পাহাড়িদের বাড়িঘরে অগ্নিসংযোগ ঘটনায় বড়ুয়া সংগঠনের নিন্দা
লংগদুতে পাহাড়িদের বাড়িঘরে অগ্নিসংযোগ ঘটনায় বড়ুয়া সংগঠনের নিন্দা
প্রেস বিজ্ঞপ্তি :: রাঙামাটিতে স্থানীয় যুবলীগ নেতা মোটরসাকেল চালক এর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনার পর সংখ্যালঘু পাহাড়িদের ঘরবাড়ি এবং দোকানপাটে অগ্নিসংযোগ করা হয়েছে ।
নুরুল ইসলাম নয়ন নামের মোটরসাকেল চালক এর লাশ ১জুন বৃহস্পতিবার রাতে খাগড়াছড়ির দীঘিনালা-লংগদু সড়কের পাশে পাওয়া যাবার পর উত্তেজনার সৃষ্টি হয়। লাশ নিয়ে ২ জুন শুক্রবার সকালে স্থানীয় বাঙালিরা মিছিল বের করলে ঘটনার সূত্রপাত হয়।
এব্যাপারে সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা ডা. বাদল বরন বড়ুয়া প্রেরিত এক বিজ্ঞপ্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন এর পক্ষ থেকে এক বিবৃতিতে ঘটনাকে ‘সংঘবদ্ধ উগ্র সাম্প্রদায়িক হামলা’ বলে আখ্যায়িত করে তার নিন্দা জানিয়েছে।
লংগদুর বাইট্ট্যা পাড়া, তিনটিলার ও মানিকজোরছড়ার তিনটি গ্রামে পাহাড়িদের বাড়িঘরে অগ্নি সংযোগ ও মোটরসাকেল চালক নুরুল ইসলাম নয়ন হত্যাকান্ডের বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।