রবিবার ● ৪ জুন ২০১৭
প্রথম পাতা » কৃষি » লংগদুর অগ্নিসংযোগের ঘটনায় বান্দরবানে বিক্ষোভ মিছিল
লংগদুর অগ্নিসংযোগের ঘটনায় বান্দরবানে বিক্ষোভ মিছিল
বান্দরবান প্রতিনিধি :: (২১ জ্যৈষ্ঠ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৩০মি.) রাঙামাটিতে লংগদুর উপজেলায় পাহাড়িদের চারটি গ্রামের দুই শতাধিক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে পাহাড়ি শিক্ষার্থীরা। ৪ জুন রবিবার সকালে সম্মিলিত আদিবাসী ছাত্র সমাজ ব্যানারে পুরাতন রাজবাড়ী মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি শহরে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ করে তারা।
এসময় বক্তব্যে বক্তারা বলেন, একজন মোটর সাইকেল চালকের মৃত্যুতে কেন্দ্র করে পাহাড়িদের গ্রামে অগ্নিসংযোগের ঘটনা অত্যন্ত দু:খজনক।
অতীতের সাম্প্রদায়িক হামলার ঘটনা বিচার না হওয়ায় এমন ঘটনা বার বার ঘটছে।
গত ২ জুন রাঙামাটির লংগদুতে ভাড়ায় যাত্রী বহন করা মোটর সাইকেলের একজন চালকের মৃত্যুর ঘটনায় এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে দুই শতাধিক বসত ঘর পুড়ে যায় এবং একজনের মৃত্যু ঘটে।