রবিবার ● ১৫ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে গৃহবধূর আত্মহত্যা
গাজীপুরে গৃহবধূর আত্মহত্যা
আতিকুর রহমান আতিক, গাজীপুর প্রতিনিধি :: গাজীপুরের শ্রীপুর উপজেলায় পারিবারিক কলহের জের ধরে ছাবিনা আক্তার (৩২) নামে এক গৃহবধূ গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন ৷
১৪ নভেম্বর শনিবার ভোর ৬টার দিকে শ্রীপুর উপজেলার দক্ষিণ ধনুয়া গ্রামের শহিদ ডিলারের বাড়িতে ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি ৷
ছাবিনা নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার নিতাইগঞ্জ গ্রামের বাচ্চু মিয়ার মেয়ে ৷ তিনি স্বামী রাশিদুলের সঙ্গে শহিদ ডিলারের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকতেন ৷
নিহত ছাবিনার স্বামী রাশিদুল আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে জানান, তিন বছর ধরে তারা শহিদ ডিলারের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে আছেন ৷ সেখান থেকে পাশ্ববর্তী নয়নপুর এলাকার রিদিশা নিট্রেক্স লিমিটেড কারখানার শ্রমিকদের খাবারের জন্য একটি মেস চালাচ্ছিলেন তারা ৷
ছাবিনার স্বামী বলেন, মেসের শ্রমিকদের রান্না নিয়ে শুক্রবার রাতে আমাদের (স্বামী-স্ত্রীর) মধ্যে কথা কাটাকাটি হয় ৷ এরপর ওইদিন রাত ১১টার দিকে দু’জনেই ঘুমিয়ে পড়ি ৷ ভোর সাড়ে ৬টার দিকে বাড়ির পাশেই শ্রমিকদের সকালের নাস্তা করানোর জন্য আমি মেসে যাই ৷ পরে সোয়া ৭টার দিকে খবর পাই, ছাবিনা ভেতর থেকে দরজা বন্ধ করে ঘরের আঁড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে ৷
ছাবিনার ছোট বোন ফেন্সি আক্তার প্রতিনিধিকে বলেন, শুক্রবার রাতে তাদের মধ্যে ঝগড়া হয়েছে কিনা আমার জানা নেই ৷ কী কারণে আমার বোন আত্মহত্যা করেছে তাও বলতে পারবো না ৷
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) হেলাল উদ্দিন গাজীপুর জেলা প্রতিনিধিকে জানান, ছাবিনার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ (শতামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ৷