রবিবার ● ১৫ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » অপরাধ » সাংবাদিকের সাথে পুলিশ কনষ্টবল ফারুকের অসৌজন্য আচরণ !
সাংবাদিকের সাথে পুলিশ কনষ্টবল ফারুকের অসৌজন্য আচরণ !
চাটমোহর প্রতিনিধি :: সারাদেশে চলছে জেএসসি ও জেডিসি পরীক্ষা ৷ তারই ধারাবাহিকতায় পাবনার চাটমোহর উপজেলার পৌর সদরের চাটমোহর আরসিএন এন্ড বিএসএন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়েও পরীক্ষা চলছে ৷ রবিবার ছিল সাধারন বিজ্ঞান পরীক্ষা ৷ সকাল সাড়ে ৯টার দিকে পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করে ৷ পরীক্ষা শুরুর পর সোয়া ১০টার দিকে চাটমোহরে কর্মরত সাপ্তাহিক অনাবিল সংবাদ পত্রিকার নিজস্ব সংবাদদাতা এস,এ মারুফ সংবাদ সংগ্রহের জন্য কেন্দ্রে প্রবেশ করতে গেলে কর্তব্যরত পুলিশ কনষ্টবল মোঃ ফারুক হোসেন এস এ মারুফকে কেন্দ্রে প্রবেশ করতে বাধা দেন ৷ এসময় মারুফ সাংবাদিক পরিচয় দিয়ে তথ্য সংগ্রহের জন্য এসেছেন জানালেও উক্ত পুলিশ কনষ্টবল তার হাত ধরে টেনে মেইন গেট থেকে সড়িয়ে দেন ৷ তাত্ক্ষনিক ভাবে ঘটনাটির ব্যাপারে প্রতিবাদ করলে ওই পুলিশ কনষ্টবল বলেন পরীক্ষা চলাকালীন সময়ে সাংবাদিক হোক আর বাহিরের যেই হোক কাউকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না ৷ ঘটনার শিকার এস,এ মারুফ বিষয়টি সিনিয়র সাংবাদিকদের জানালে কেন্দ্রে দায়িত্বরত পুলিশ ঘটনাটির ব্যাপারে দুঃখ প্রকাশ করেন এবং এ ব্যাপারে সংবাদ প্রকাশ না করার অনুরোধ করেন ৷
পুলিশ কনষ্টবলের এহেন আচরণে সবাই স্তম্ভিত হয়ে যান ৷ সূত্র মতে, কনষ্টবল ফারুক হোসেন একজন নিম্নস্থরের সরকারী কর্মচারী হলেও তিনি নিজেকে অনেক বড় কিছু ভাবেন ৷ ঘটনাটির ব্যাপারে স্থানীয়রা বলাবলি করেন পুলিশ কনষ্টবল হলে কি হবে ইনি যেন কেন্দ্র সচিব ৷ এব্যাপারে চাটমোহর থানার অফিসার ইনচার্জ (প্রশাসন) সুব্রত কুমার সরকার জানান, বিষয়টি তিনি দেখবেন ৷
আপলোড : ১৫ নভেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ১০.১৫ মিঃ