রবিবার ● ৪ জুন ২০১৭
প্রথম পাতা » ময়মনসিংহ » ময়মনসিংহে নিয়মের আওতায় আসছে অটোবাইক,৩ হাজার জব্দ
ময়মনসিংহে নিয়মের আওতায় আসছে অটোবাইক,৩ হাজার জব্দ
ময়মনসিংহ অফিস :: (২১ জ্যৈষ্ঠ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.১৫মি.) ময়মনসিংহে শহরের ব্যাটারিচালিত অটোবাইকগুলোকে নিয়মের আওতায় আনার লক্ষ্যে পৌরসভা ও জেলা প্রশাসনের উদ্যোগে শুরু হয়েছে জব্দ অভিযান।
৪ জুন রবিবার দুপুর ১টা পর্যন্ত কমপক্ষে সাড়ে ৩ হাজার অটোবাইক জব্দ করে রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে রাখা হয়েছে।
গত বৃহস্পতিবার থেকে পরিচালিত অভিযানে নেতৃত্ব দিচ্ছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদুর রহমান ও পৌরসভার নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম।
পৌরসভা সূত্রে জানা গেছে, এর আগে ৭৪৫টি ইজিবাইক মালিক কর্তৃপক্ষ পৌরসভা থেকে লাইসেন্স গ্রহণ করেছেন। অভিযানে ৬০৯টিকে পাওয়া গেছে। জব্দ সাড়ে তিনি হাজারের মধ্যে সাড়ে ৭শ বাদে বাকি সবগুলোই চলছে অবৈধভাবে।
এদিকে লাইসেন্সের বিপরীতে জোড় নম্বরধারী ইজিবাইকে সবুজ ও বেজোড় রং করতে নির্দেশ দেয়া হয়েছে। সেইসাথে আগামী ২৫ তারিখের মধ্যে প্লেট ফি বাবাদ ১ হাজার টাকা জমা দিয়ে এ নির্দেশ বাস্তবায়নের জন্য বলা হয়েছে। এদিকে ইজিবাইক আটকের কারণে সাধারণ মানুষ যানবাহন সংকটে পড়েছে।