সোমবার ● ৫ জুন ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে ইউপিডিএফ এর ডাকা আধা বেলা অবরোধ চলছে : জনজীবনে প্রভাব পড়েনি
রাঙামাটিতে ইউপিডিএফ এর ডাকা আধা বেলা অবরোধ চলছে : জনজীবনে প্রভাব পড়েনি
ষ্টাফ রিপোর্টার :: (২২ জ্যৈষ্ঠ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সকাল ১১.১১মি.)গত ১ জুন বৃহস্পতিবার দুপুরের দিকে খাগড়াছড়ি জেলা সদরের দীঘিনালা সড়কের চার মাইল যৌথ খামার এলাকা থেকে অজ্ঞাত এক বাঙালি যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। পারবর্তীতে জানা যায় লাশটি রাঙামাটির লংগদু উপজেলার স্থানীয় মোটর সাইকেল চালক ও যুবলীগ নেতা নুরুল ইসলাম নয়ন এর লাশ।
মোটরসাকেল চালক নুরুল ইসলাম নয়ন এর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি করে সংঘবদ্ধ উগ্র সাম্প্রদায়ের লোকজন পাহাড়িদের ঘরবাড়ি এবং দোকানপাটে অগ্নিসংযোগ করে ।
রাঙামাটির লংগদু’তে পাহাড়িদের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে আজ ৫ জুন সোমবার ভোর পাঁচটা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাঙামাটি জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ডাক দেয় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)সংগঠনটি।
রাঙামাটিতে অর্ধবেলা সড়ক অবরোধ চলা কালে দূর পাল্লার সকল যানবাহন ও লঞ্চ-ট্রলার চলাচল বন্ধ ছিল।
শহরের মানিকছড়ি, ভেদ ভেদী, কলেজ গেইট, দেবাশীষনগর, কোর্ট বিল্ডীং, বনরুপা, কাঠালতলী, রিজার্ভবাজার, তবলছড়ি ও আসামবস্তী এলাকায় ঘুরে দেখা গেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ডাকা সড়ক ও নৌপথ অবরোধ রাঙামাটি শহরে জন সাধারনের যাতায়াতে জনজীবনে তেমন প্রভাব পড়েনি।
শহরে সরকারী ও বেসরকারী আফিস আদালত খোলা ছিল। যাত্রীবাহি বাস ছাড়া অন্যন্যো সকল যাত্রীবাহি পরিবহন চলাচল স্বাভাবিক ভাবে চলাচল করছে।
ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ডাকা আধা বেলা অবরোধ চলছে।