বুধবার ● ৭ জুন ২০১৭
প্রথম পাতা » খেলা » বিকেএসপি’র জুডো দলের ভূটান সফর
বিকেএসপি’র জুডো দলের ভূটান সফর
ক্রীড়া প্রতিবেদক :: বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)’র জুডো বিভাগের ৯ সদস্যের একটি দল ভূটানের রাজধানী থিম্পুতে অনুষ্ঠিত ভূটান ফ্রেন্ডশিপ জুডো টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য আজ ৭ জুন সকালে ভূটানের উদ্দেশ্যে যাত্রা করবে। বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সামছুর রহমান, বিজিবিএম, পিবিজিএম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি আজ সকালে অংশগ্রহণকারী দলের সাথে সৌজন সাক্ষাৎ করেন এবং প্রতিয়োগীদের ভালো খেলার জন্য উৎসাহমূলক পরামর্শ দেন ।
এসময় আরও উপস্স্থিত ছিলেন উপ-পরিচালক (প্রশিক্ষণ) শামীমা সাত্তার মিমু, জুডো বিভাগের বিভাগীয় প্রধান মো. আবু বকর ছিদ্দিক ও কোচ ফারহানা হালিম ।
আমন্ত্রনমূলক এ প্রতিযোগিতায় বিকেএসপি ছাড়াও নেপাল ও স্বাগতিক ভূটান অংশগ্রহণ করবে। বিকেএসপি দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন শামীমা সাত্তার মিমু এবং কোচ হিসেবে আছেন ফারহানা হালিম ।
দলের খেলোয়াড়রা হচ্ছে : আকিব হায়দার ইমন (-৭৩ কেজি), তন্ময় হোসেন (-৬০ কেজি), ক্য ক্য মারমা (-৫৫ কেজি), মো. শরিফুল ইসলাম (-৫০ কেজি), ড সই শিং চৌধুরী কান্তা (-৬৩ কেজি), তাহামিদা তাবাচ্ছুম তমা জেরিন (-৫৭ কেজি) এবং প্রিয়াংকা আক্তার (-৪৭ কেজি)। প্রতিযোগিতাটি আগামী ৮ জুন,২০১৭ তারিখে অনুষ্ঠিত হবে। ১০ জুন দলটি দেশে প্রত্যাবর্তন করবে বলে জানা গেছে।