বুধবার ● ৭ জুন ২০১৭
প্রথম পাতা » খুলনা বিভাগ » মহেশপুরে প্রাথমিক বিদ্যালয় ভবনের ভগ্নদশা: দুর্ঘটনার সম্ভাবনা
মহেশপুরে প্রাথমিক বিদ্যালয় ভবনের ভগ্নদশা: দুর্ঘটনার সম্ভাবনা
ঝিনাইদহ প্রতিনিধি :: (২৪ জ্যৈষ্ঠ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.৪৬মি.) ঝিনাইদহের মহেশপুর উপজেলার ৬নং নেপা ইউনিয়নের আওতাভূক্ত ২৪নং সলেমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১নং ভবনটির ভগ্নদশা। যে কোন মুহুর্তে ভবনটির ছাঁদ ধ্বসে মারাত্বক ক্ষতির সম্ভবনা দেখা দিয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, বিদ্যালয় ১৯৩২ইং সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে সুনামের সাথে বিদ্যালয়টি পরিচালিত হয়ে আসছে। আরো জানা যায়, ১৯৯৬/৯৭ইং অর্থ বছরে ১নং ভবনটি তৈরি করা হয়। দীর্ঘদিন যাবত ভবনটি মেরামত না করায় দেওয়াল এর বিভিন্ন স্থানে এবং ছাঁদের স্লীং ধ্বসে যেয়ে খসে খসে পড়ে যাচ্ছে। ভবনটি মেরামত না করলে, যে কোন মুহুর্তে ক্লাস চলাকালিন ছাঁদ ধ্বসে মারাত্বক ভাবে দুর্ঘটনা ঘটতে পারে।
স্কুল প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. সিদ্দিকুর রহমানের সাথে আলাপ কালে তিনি সিএইচটি মিডিয়াকে জানান, আমি ২০০৯ সনের ৩০ এপ্রিল-এ স্কুল যোগদান করি।
যোগদানের পর থেকে প্রায় ৪০০ জন ছাত্র-ছাত্রী ও ৫ জন শিক্ষক-শিক্ষিকা নিয়ে সুনামের সাথে শিক্ষার মান অক্ষুন্ন রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছি। তিনি দুঃখের সাথে বলেন, ২০০০ ইং সনের শতাব্দির ভয়াবহু বন্যায় ১নং ভবনটি মারাত্বক ভাবে ক্ষতিগ্রস্থ হয়। অদ্য বদী ভবনটি সংস্কারের জন্য কোন বরাদ্দ পাওয়া যায়নি। তিনি বলেন, শিক্ষার মান অক্ষুন্ন রাখতে দুর্ঘটনার হাত থেকে ছাত্র-ছাত্রী সহ শিক্ষকদের বাঁচাতে অতি সত্তর ভবনটি সংস্কার অত্যাবশ্যক। এ ব্যাপারে সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের আশু সু-হস্ত কামনা করেছে এলাকার অভিভাবক সহ সকল শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা।