বৃহস্পতিবার ● ৮ জুন ২০১৭
প্রথম পাতা » কৃষি » লংগদুর ঘটনায় গণগ্রেফতারের ভয়ে পাহাড়ে পালিয়ে থাকা একজন বাঙ্গালীর কথা
লংগদুর ঘটনায় গণগ্রেফতারের ভয়ে পাহাড়ে পালিয়ে থাকা একজন বাঙ্গালীর কথা
ষ্টাফ রিপোর্টার :: (২৫ জ্যৈষ্ঠ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সকাল ৮.২০মি.) ৭ জুন বুধবার বিকালে একজন বাঙ্গালী অজ্ঞাতনামা স্থান থেকে তার নাম পরিচয় গোপন রাখার শর্তে সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর কাছে ফেইজবুক এর মাধ্যমে পাঠানো এক বার্তায় জানান, রাঙামাটিতে স্থানীয় একজন মোটরসাকেল চালক নুরুল ইসলাম নয়ন এর মৃত্যুকে কেন্দ্র করে লংগদুতে উত্তেজনার পর পাহাড়িদের ঘরবাড়ি এবং দোকানপাটে অগ্নিসংযোগ করার হয় ।
নুরুল ইসলাম নয়ন নামের মোটরসাকেল চালক এর লাশ ১ জুন বৃহস্পতিবার রাতে খাগড়াছড়ির দীঘিনালা-লংগদু সড়কের পাশে পাওয়া যাবার পর উত্তেজনার সৃষ্টি হয়। লাশ নিয়ে ২ জুন শুক্রবার সকালে স্থানীয় বাঙালিরা মিছিল বের করলে ঘটনার সূত্রপাত হয়। এর জের ধরে লংগদু উপজেলার তিনটিলা এবং পার্শ্ববর্তী মানিকজুরছড়ায় পাহাড়িদের প্রায় ২৫০টি ঘরবাড়ি ও দোকানপাট সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়েছে। তার পর থেকে স্থানীয় বাঙ্গালীদের গণগ্রেফতার শুরু হলে ভয়ে পাহাড়ে পালিয়ে যায় বাঙ্গালীরা; পাহাড়ে পালিয়ে থাকা সে রকম একজন বাঙ্গালীর কষ্টের কথা হুবাহু তুলে ধরা হল : “বড় ভাই বিপদের মধ্যে আছি। পুলিশি হয়রানীর ভয়ে বর্তমানে জংগলে দিন/ রাত কাটাচ্ছি। পুরুষ শুন্য লংগদু. পুরুষ/মহিলাদের খাদ্য সংকট দেখা দিয়েছে,অনেকে কলাগাছ খেয়ে কোন রকম জীবন রক্ষা করতেছে সব দোকানপাট বন্ধ এমনকি জীবন রক্ষাকারী ওষধের দোকান পর্যন্ত বন্ধ,গতকাল (মঙ্গলবার ৬জুন) থেকে আমার পরিবার পানি খেয়ে রোজা রাখতেছে। আমার মেয়ে এবং ছোট ছোট ছেলে মেয়েগুলোর খাদ্য সংকটে জীবন বিপন্ন হওয়ার আশংকা রহিয়াছে আমার নাম প্রকাশ না করার শর্তে একটা রিপোর্ট করলে সবার উপকার হতো।”
সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর পক্ষ থেকে তাদের মানবিক আবেদনটি সরকার,মানবধিকার সংগঠন ও স্থানীয় প্রশাসনের নিকট তুলে ধরা হল।