শনিবার ● ১০ জুন ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » হত্যা করে লাশ পানিতে ফেলে দিয়েছে : পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ
হত্যা করে লাশ পানিতে ফেলে দিয়েছে : পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ
প্রেস বিজ্ঞপ্তি :: পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের রাঙামাটি জেলা শাখার সভাপতি মো. আলমগীর হোসেন প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান ৮ জুন বৃহস্পতিবার সকালে রাঙামাটির লংগদু উপজেলায় হ্রদে ভাসমান অজ্ঞাতনামা এক বাঙালির মুখ আগুন দিয়ে পোড়ান অবস্থায় লাশ পাওয়া যায়। গত শুক্রবার লংগদু উপজেলায় নয়ন হত্যার শোক কাটিয়ে না উঠতেই ঘটনার ছয় দিনের মাথায় আবারো এই বাঙ্গালীর ক্ষত বিক্ষত লাশ পার্বত্য অঞ্চলের একটি অসহনীয় সংকেত বলে আমরা মনে করি। পার্বত্য অঞ্চলে এ পর্যন্ত কোন হত্যাকান্ডের সুষ্ট তদন্তপূর্বক বিচার না হওয়ার কারনে বারবার একই ঘটনার পূনারাবৃত্তি হচ্ছে। লংগদু তথা পার্বত্য এলাকার বর্তমান পরিস্থিতি বিবেচনা সাপেক্ষে ধারনা করা যেতে পাড়ে যে, কোন একটি বিশেষ মহল উদ্দেশ্যপ্রনিত ভাবে বাঙালিকে হত্যা করে তার লাশ পানিতে ফেলে দিয়েছে। পার্বত্য নাগরিক পরিষদের রাঙামাটি জেলা আহবায়ক বেগম নুরজাহান, বাঙালি ছাত্র পরিষদ রাঙামাটি জেলা সভাপতি মো. অালমগীর হোসেন, সাধারন সম্পাদক মো. জাহাঙ্গীর আলম যৌথভাবে এই হত্যার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন। সেই সাথে যত দ্রুত সম্ভব হত্যাকারীকে গ্রেপ্তার ও অজ্ঞাতনামা লাশটির পরিচয় নিশ্চিত করনের দাবী জানান। অন্যথায় পার্বত্য বাঙালি ছাত্রপরিষদ পার্বত্যবাসীকে সাথে নিয়ে কঠোর আন্দোলনের মাধ্যমে সকল অপকর্মের সময়োচিত জবাব দেয়া হবে বলে প্রেস বিজ্ঞপ্তিতর মাধ্যমে হুসিয়ারি দেন।