শনিবার ● ১০ জুন ২০১৭
প্রথম পাতা » বিদ্যুৎ -জ্বালানি » নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবীতে মোমবাতি নিয়ে মধ্যরাতে সড়ক অবরোধ
নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবীতে মোমবাতি নিয়ে মধ্যরাতে সড়ক অবরোধ
হাফিজুল ইসলাম লস্কর,সিলেট প্রতিনিধি :: (২৭ জ্যৈষ্ঠ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.২১মি.) বিদ্যুৎবিহীন অবস্থায় ভ্যাপসা গরমে অতিষ্ট হয়ে মধ্যরাতে রাস্তায় নেমে আসে জনতা। অবরোধ করে মহাসড়ক।
নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবীতে ১০ জুন শনিবার মধ্যরাতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন নগরীর জল্লারপাড় এলাকার বাসিন্দারা।
এসময় তারা সড়কে টায়ার পুড়িয়ে রাস্তায় অবস্থান নেন। ফলে জিন্দাবাজার-লামাবাজার সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।
স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যা থেকে তাদের এলাকায় বিদ্যুৎ নেই। রমজান মাস এবং তীব্র গরমে নাজেহাল তারা। বিদ্যুৎ অফিসে একাধিকবার যোগাযোগ করেও কোন সুরাহা হয়নি। ফলে তারা বাধ্য হয়ে বিক্ষোভে নেমেছেন। এতে মোমবাতি হাতে নিয়ে অংশ নেন প্রতিবাদকারীরা।
ওই এলাকার বাসিন্দা ও যুব সংগঠক এহসানুল হক তাহের বলেন, এতো গরমের মাঝে সন্ধ্যা থেকে পুরো এলাকায় বিদ্যুৎ না থাকায় মানুষ চরম দুর্ভোগে পড়েছে।
এদিকে আধাঘন্টা সড়ক অবরোধ করে রাখার পর স্থানীয় কাউন্সিলর হাজী রাজিক মিয়ার আশ্বাসে তারা অবরোধ তুলে নেন।