শনিবার ● ১০ জুন ২০১৭
প্রথম পাতা » অপরাধ » গাবতলীতে দু’পক্ষের সংঘর্ষ : আহত ১০
গাবতলীতে দু’পক্ষের সংঘর্ষ : আহত ১০
বগুড়া জেলা প্রতিনিধি :: (২৭ জ্যৈষ্ঠ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩৩মি.) বগুড়ার গাবতলী নশিপুরের মাজবাড়ীতে পূর্বশক্রতার জের ও পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ, বাড়ীঘর ভাংচুর ও এলোপাথারী মারপিট ঘটনায় কমপক্ষে ১০জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে ৯ জুন শুক্রবার বিকাল ৫টায়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হলে পুলিশ নশিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ ও তার সমর্থক’সহ আরো ৬জনকে গ্রেফতার করেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, মাজবাড়ী গ্রামের আব্দুস সাত্তারের পুত্র জাহিদুল ইসলাম বিদেশে যাওয়ার জন্য আড়াই বছর পূর্বে একই গ্রামের মোজাফফর রহমানের মাধ্যমে ধুনট বেড়েরবাড়ী গ্রামের আদম ব্যবসায়ী লাল মিয়া’কে ৩লাখ ১১হাজার টাকা প্রদান করে। এরপর জাহিদুল’কে বিদেশ পাঠানোর কোন ব্যবস্থা না করায় সে দূীর্ঘদিন হলে হয়রানী শিকার হতে থাকে। এর জের ধরে গতশুক্রবার বাদজুম্মা জাহিদুল ও ছোট ভাই আমিনুল’সহ আরো ১০থেকে ১৫জন লোকজন সঙ্গে নিয়ে মোজাফফর রহমানের বাড়িতে গিয়ে টাকা চাইলে সেখানে উভয়পক্ষের মধ্যে তর্কবির্তকের সৃষ্টি হয়। একপর্যায়ে মোজাফফরের মামাতো ভাই চান মিয়া, লাল মিয়া ও ভাতিজা মোমিন ক্ষিপ্ত হয়ে জাহিদুল ও আমিনুলকে মারপিট করলে তারা আহত হয়। খরব শুনে জাহিদুলের পরিবার লোকজন এসে মোজাফফর উপর চড়াও হলে এতে জাহিদুলের পক্ষের আবেদ আলী (৫০) ও মোজাফফর রহমান (৫৫) আহত হয়। এরপর বাদ মাগরিব নামাজ শেষে চান মিয়া, লাল মিয়ার সঙ্গে প্রতিপক্ষ জাহিদুল’সহ তার লোকজন মারপিট করে। এ সময় বাড়ীঘর ভাংচুরের ঘটনা ঘটে। সেখানে প্রতিপক্ষদের হামলায় তারেক (২৩), আনিছার (৬০), রফিকুল (৩৯) ও জাফর (৪০) আহত হয়। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরপর আহতদের লোকজন ক্ষিপ্ত হয়ে আজিজুল, মামুনুর রশিদ, সামছুল ও এরশাদুলের ঘরবাড়ী ব্যাপক ভাবে ভাংচুর করে। খরব পেয়ে বাগবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক সোহেল রানা ঘটনাস্থলে ছুটে যান। রাতে আহত তারেকের বড় ভাই স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম বাদী হয়ে ১৪জন নাম উল্লেখ করে ৪থেকে ৫জনকে অজ্ঞাত করে গাবতলী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। একই রাতে শজিমেক আহত মোজাফফরের চিকিৎসার খোজ খবর নিতে গেলে পুলিশ নশিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ (৫৫), তার ভাই শহিদুল ইসলাম শহিদ (৪৫), চাচাতো ভাই উজ্জল মন্ডল (৩৫) কে আটক করে। এছাড়াও গাবতলী মডেল থানায় মামলা করতে গেলে পুলিশ সামছুল ও সাদেকুল এবং অভিযান চালিয়ে ছাইফুল ও সাঈদ বাবু’কে পুলিশ গ্রেফতার করে গতকাল শনিবার জেলহাজতে প্রেরন করেছে। গ্রেফতারকৃতরা সকলেই এজাহার ভুক্ত আসামী বলে জানান পুলিশ। এ ঘটনায় বাগবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক সোহেল রানা মামলা দায়ের ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।