শনিবার ● ১০ জুন ২০১৭
প্রথম পাতা » বরগুনা » খাল ইজারা দেয়ার প্রতিবাদে আমতলীতে মানববন্ধন
খাল ইজারা দেয়ার প্রতিবাদে আমতলীতে মানববন্ধন
বরগুনা প্রতিনিধি :: (২৭ জ্যৈষ্ঠ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.৪৭মি.) কৃষকের বিভিন্ন কৃষির সেচ কাজে ব্যবহৃত প্রবহমান সরকারি খাল বন্দোবস্ত দেয়ার প্রতিবাদে আমতলীতে মানববন্ধন করা হয়েছে। ১০ জুন শনিবার দুপুরে জেলার আমতলী উপজেলার চরকগাছিয়া এলাকার সর্বস্তরের মানুষ এ মানববন্ধন কর্মসূচী পালন করেছে।
এ সময় স্থানীয়রা বলেন, আমতলী উপজেলার ৩৩নং ঘোপখালী মৌজার জীনবুনিয়া খালটির মাধ্যমে দীর্ঘ্যদিন ধরে স্থানীয়রা কৃষি কাজের সুবিধা ভোগ করে আসছিলো। কিন্তু সম্প্রতি কিছু অসাধূ ব্যক্তিরা স্থানীয় ভূমি অফিসের সাথে যোগসাজশে প্রবহমান খালটি বন্দোবস্ত (ইজারা) নিয়ে পানি চলাচল বন্ধ করে দিয়ে, মাছ চাষসহ বিভিন্ন কাজে ব্যক্তিগত ভাবে ব্যবহার করছে। তাছাড়া যেসব ব্যক্তিরা ভূমিহীন দাবি করে খাল ইজারা নিয়েছে, প্রকৃত পক্ষে তারা ভূমিহীন না। ফলে ওই এলাকার কৃষকরা কৃষি কাজে চরম ভোগান্তির মধ্যে পড়েছে। তাই খালটির বন্দোবস্ত বাতিল করে পুনঃখননের দাবি জানিয়েছে ভুক্তভোগীরা।
চরকগাছিয়া গ্রামের কৃষক মো. দেলোয়ার হোসেন, কামাল হাওলাদার ও আবুল হোসেনসহ একাধিক কৃষক জানান, এ খালটি যখন সচল ছিলো। তারা জানান তখন ওই এলাকায় আউশ, আমন এবং রবিশষ্য সহ তিনটি ফসল পেয়েছে কৃষকরা। কিন্তু বর্তমানে খালের পানি চলাচল বন্ধ থাকায় বছরে এক ফসল পাওয়াই কষ্টসাধ্য হয়ে পড়েছে।
এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী কৃষকরা।