রবিবার ● ১১ জুন ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গুনিয়াতে অতিরিক্ত রিডিং বসিয়ে বিদ্যুৎ বিল তৈরির অভিযোগ
রাঙ্গুনিয়াতে অতিরিক্ত রিডিং বসিয়ে বিদ্যুৎ বিল তৈরির অভিযোগ
রাঙ্গুনিয়া প্রতিনিধি :: (২৮ জ্যৈষ্ঠ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১২.১২মি.) রাঙ্গুনিয়ায় অতিরিক্ত মিটার রিডিং যোগ করে বিল তৈরির অভিযোগে এক পল্লী বিদ্যুতের মিটার রিডারকে অবরুদ্ধ করেছে বিক্ষুব্ধ জনতা। পরে পল্লী বিদ্যুতের এলাকা পরিচালক বিষয়টির সুরাহার আশ্বাস দিয়ে তাকে উদ্ধার করে আনেন। ১০ জুন শনিবার সকালে উপজেলার সরফভাটা ইউনিয়নের পূর্ব সরফভাটায় এই ঘটনা ঘটে।
এই ব্যাপারে স্থানীয় গ্রাহকরা রাঙ্গুনিয়া পল্লী বিদ্যুতের ডিজিএম(ডেপুটি জেনারেল ম্যানেজার) এর কাছে অভিযোগ দায়ের করেন। সরফভাটা এলাকার গ্রাহক ও অভিযোগকারী হাছান মুরাদ সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন , দীর্ঘদিন ধরে সরফভাটা ইউনিয়নে গ্রাহকের মিটারে বিদ্যুৎ ব্যবহারে স্বাভাবিক ইউনিটের চাইতে ইউনিট বেশি লিখে বিল তৈরি করে আসছিল পল্লী বিদ্যুৎ। বিষয়টি স্থানীয় গ্রাহকরা বুঝতে পেরে মনে ক্ষোভ দানা বাঁধে। শনিবার সকালে জনৈক মো. মিজান নামে এক পল্লী বিদ্যুতের মিটার রিডার রিডিং লিখতে গেলে স্থানীয় ক্ষুব্ধ জনতা তাকে অবরুদ্ধ করে রাখেন। বিষয়টি রাঙ্গুনিয়া পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তারা খবর পেলে অবরুদ্ধ কর্মীকে উদ্ধার করতে অফিসের এজিএম(এ্যাসিসটেন্ট জেনারেল ম্যানেজার) বিলাল হোসেন ও প্রকৌশলী সঞ্জয় রায়কে ও বিক্ষুব্ধ জনতা অবরুদ্ধ করে রাখেন। পরে স্থানীয় পল্লী বিদ্যুতের এলাকা পরিচালক মোহাম্মদ আলী চৌধুরী বিষয়টির সুরাহার আশ্বাস দিয়ে তাদের মুক্ত করেন।
এদিকে দুপুরে অতিরিক্ত রিডিং বসিয়ে বিল তৈরি করে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে সরফভাটা ইউনিয়নের শত শত জনতা মিছিল নিয়ে পল্লী বিদ্যুৎ অফিসের সামনে বিক্ষোভ করে। পরে স্থানীয় গ্রাহকরা পল্লী বিদ্যুতের ডিজিএমের কাছে লিখিত অভিযোগ দেন। দীর্ঘদিন ধরে পল্লী বিদ্যুতের বিরুদ্ধে অতিরিক্ত লোডশেডিং, অনিয়ম ও দূর্ণীতির অভিযোগ করে আসছিল গ্রাহকরা।
রাঙ্গুনিয়া পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম (ডেপুটি জেনারেল ম্যানেজার) মো. নুরুল আলম সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন প্রাথমিকভাবে অতিরিক্ত রিডিং বসিয়ে বিল তৈরির সত্যতা পাওয়া গেছে। পরবর্তী বিলে গ্রাহকের বাড়তি বিল সমন্বয় করা হবে এবং এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।