রবিবার ● ১১ জুন ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটি জেলা আনসার এডজুটেন্ডট কার্যালয়ের সীমানায় ৪টি পরিবার অতংকের মধ্যে
রাঙামাটি জেলা আনসার এডজুটেন্ডট কার্যালয়ের সীমানায় ৪টি পরিবার অতংকের মধ্যে
ষ্টাফ রিপোর্টার :: (২৮ জ্যৈষ্ঠ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.৩৪মি.) বর্ষা মৌসুমে ঘরের উপর গাছ পড়ে পরিবারের সদস্যদের প্রাণহানির আশংকা প্রকাশ করেছেন ভেদ ভেদী এলাকার সাবেক মেম্বার আহাম্মদ কবিরের পুত্র নুর আহম্মদ।
তিনি জানান রাঙামাটি জেলা আনসার এডজুটেন্ডট এর কার্যালয় ভেদ ভেদী আনসার কেন্টিনের পিছনে উত্তর সীমানায় স্বপরিবারে দীর্ঘ ৪৫ বছর ধরে বসবাস করে আসছে সাবেক মেম্বার আহাম্মদ কবিরের ৪টি পরিবার। সাবেক মেম্বার আহাম্মদ কবির বয়সের ভারে চলাফেরা করতে পারছেন না।
সেই সুবাদে তার বড় ছেলে নুর আহম্মদ রাঙামাটি জেলা কমান্ড্যান্ট আব্দুল আওয়াল এর নিকট একাধিবার অভিযোগ করেন গাছটির কারনে তারা ৪টি পরিবার অতংকের মধ্যে রয়েছেন। অভিযোগ করে কোন লাভ হয়নি বলে জানান ভোক্তভোগী নুর আহম্মদ।
এবিষয়টি নিয়ে রাঙামাটি পৌরসভা মেয়র আকবর হোসেন চৌধুরী সরজমিনে তদন্ত করে গাছটির কারনে জানমালের ক্ষয়ক্ষতি সাধন হওয়ার সম্ভবনা রয়েছে জানিয়ে রাঙামাটি জেলা কমান্ড্যান্ট আব্দুল আওয়ালকে চলিত বর্ষা মৌসুমের ভিতর গাছটি কেটে ফেলার জন্য মুঠোফোনে অনুরোধ করেন। কিন্তু রাঙামাটি জেলা কমান্ড্যান্ট আব্দুল আওয়াল মেয়রের কথা আমলে নেয়নি।
প্রানহানির ভয়ে নুর আহম্মদ গাছটির কয়েকটি ডালপালা কেটে দিতে গেলে রাঙামাটি জেলা কমান্ড্যান্ট তার অফিসে নুর আহম্মদকে ডেকে নিয়ে ইচ্ছামত গালাগাল দেয় এবং সাশিয়ে বলে প্রয়োজনে গাছের নীছ থেকে তাদের বাড়ি-ঘর সরিয়ে নিতে।
নুর আহম্মদ আরো জানান গাছটি তেমন কোন দামি গাছ নয়, গাছটির গোড়াতে মাটি তেমন নাই,গাছটির উচ্ছতা আনুমানিক ১শত ২০ফুটের কম নয় কিন্তু রাঙাামাটি জেলা কমান্ড্যান্ট আব্দুল আওয়াল তার ক্ষমতার অপব্যবহার করে আমার পরিবারকে অন্যত্র সরিয়ে দিয়ে আমাদের জায়গা আত্মসাৎ করার পায়তারা করছেন।
তিনি অনলাইন গনমাধ্যমের কাছে তার পরিবারের নিরাপত্তার কথা জানান।
এব্যাপারে রাঙামাটি জেলা কমান্ড্যান্ট আব্দুল আওয়াল এর সাথে যোগাযোগ করা হলে তিনি সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকমকে জানান গাছটি উভয়ের সীমানায় তাছাড়া সরকারী গাছ ইচ্ছা করলে কাটা যায় না। তিনি বলেন গাছটি কাটার জন্য সরকারী ভাবে অনুমোদ লাভের জন্য আনসার ও ভিডিপি সদর দপ্তর, খিলগাঁও ঢাকায় পত্র পাঠানো হয়েছে। রাঙামাটি জেলা কমান্ড্যান্ট আরো বলেন মেয়র সাহেব জনপ্রতিনিধি তিনি তো তার ভোটারদের কথা বলবেন। সরকারী অনুমতি ব্যতিত কোন অবস্থায় গাছটি কাটা হবে না বলে সাফ জানিয়ে দেন।
নুর আহম্মদ বলেন বর্ষা মৌসুমে গাছটি ভেঙ্গে পড়ে লোকজন মারা গেলে এর দায়ভার কে নিবে ?
এছাড়া নুর আহম্মদ রাঙামাটি জেলা আনসার অফিসের সীমানায় গাছটির কারনে তাদের ৪টি পরিবার অতংকের মধ্যে রয়েছেন জানিয়ে রাঙামাটি জেলা প্রশাসক ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দসহ এব্যাপারে সকলের সহযোগিতা কামনা করেছেন।