সোমবার ● ১৬ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে নবান্ন উৎসব
খাগড়াছড়িতে নবান্ন উৎসব
খাগড়াছড়ি প্রতিনিধি ;: বরিবার নবান্ন উৎসবকে কেন্দ্র করে খাগড়াছড়িতে দিনব্যাপী পিঠা মেলা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও শিশু একাডেমির উদ্যোগে খাগড়াছড়ি অফিসার্স ক্লাবের হলরুমে দিনব্যাপী নবান্ন উৎসব ও পিঠা মেলার আয়োজন করা হয়।
ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরি চৌধুরী।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মোল্লা মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার এনায়েত হোসেন মান্নান , খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল আলম, খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শ্রীলা তালুকদার, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান শানে আলম উপস্থিত ছিলেন।
নবান্ন উৎসব ও পিঠা মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ও এনজিও থেকে দেশীয় পিঠার ষ্টল দেয়া হয় । এছাড়া পার্বত্য চট্রগ্রামের বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ঐতিহ্যবাহী পিঠাপুলি প্রদর্শন ও বিক্রয় করা হয় ।