রবিবার ● ১১ জুন ২০১৭
প্রথম পাতা » দিনাজপুর » পার্বতীপুরে স্ব-উদ্যোগে শহীদ মিনার স্থাপনের উদ্বোধন
পার্বতীপুরে স্ব-উদ্যোগে শহীদ মিনার স্থাপনের উদ্বোধন
আব্দুল্লাহ আল মামুন,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি :: (২৮ জ্যৈষ্ঠ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.৪৭মি.) দিনাজপুরের পার্বতীপুর উপজেলার সকল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের স্ব-উদ্যোগে শহীদ মিনারের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রবিবার বেলা ১২টায় শহরের ষ্টার মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সদ্য নির্মিত বাউন্ডারী প্রাচীর পরিদর্শন ও শহীদ মিনারের ভিত্তি প্রস্তর স্থাপন করেন মোস্তাফিজুর রহমান ফিজার (এমপি)।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার তরফদার মাহমুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার (এমপি)।
এ সময় তিনি বলেন, প্রাথমিক শিক্ষার মান বাড়ানোর ক্ষেত্রে শিক্ষকদের গুরুত্ব অপরিসীম। শিক্ষার মান আরোও বাড়ানোর লক্ষ্যে আগামী কয়েক মাসের মধ্যে সকল বিদ্যালয়ের শুন্য পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। শিক্ষকদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, আপনারা মহৎ পেশায় আছেন। তাই সকলের উচিৎ সঠিক শিক্ষার্থীদের পাঠদান করানো। তবে জাতী উন্নতির শেখড়ে উঠতে সক্ষম হবে এবং বাংলাদেশ একদিন বিশ্ব দরবারে মাথা উচু করে দাড়াতে পারবে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার আহসান হাবিব, ষ্টার মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা নুসরাত জাহান, পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাক আহাম্মেদ, উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রেজাউল করীম, পার্বতীপুর ইয়ংষ্টার ক্লাবের সভাপতি আমজাদ হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামানিক, সাবেক পৌর চেয়ারম্যান আব্দুল ওহাব সরকারসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকাবৃন্দসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।