সোমবার ● ১২ জুন ২০১৭
প্রথম পাতা » অপরাধ » ঝালকাঠিতে ২৬শ পিচ ইয়াবা ও টাকাসহ আটক ৬
ঝালকাঠিতে ২৬শ পিচ ইয়াবা ও টাকাসহ আটক ৬
গাজী গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি :: (২৯ জ্যৈষ্ঠ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১.৫২মি.) ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় ২৬শ পিচ ইয়াবা ও নগদ ৩০ হাজার টাকাসহ সহিদুল ইসলাম কামাল সরদার (৩০) কে আটক করেছে কাঠালিয়া থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে কাঠালিয়ার অফিসার্স ইনচার্জ (ওসি) শওকত আনোয়ার ও সেকেন্ড অফিসার মো. ইউনুচের টিম ১১ জুন রবিবার সকাল ১১টায় আমুয়া ফেরীঘাট থেকে তাকে আটক করে। এরপর তাকে তল্লাসি করলে তার সাথে থাকা ৩০ পিচ বিদেশী ইয়াবা পাওয়া যায়। থানায় নিয়ে জিজ্ঞাসাবাদের পর কামালের বসবাসকৃত ভাড়াটিয়া বাসার প্লাষ্টিকের কাতীর মধ্যে থেকে বাকি ২৪৭০পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জেলা পুলিশ সুপারের হলরুমে দুপুরে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান একথা সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রকিব,অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মো. মোজাম্মেল হোসেন,ডিবি ওসি কামরুল ইসলাম,এস আই আমিনুল ইসলাম,কাঠালিয়ার ওসি সওকত আনোয়ার ও সেকেন্ড অফিসার্স মো. ইউনুচ আলী।
আটক কামালের বাড়ী হেতাল বুনিয়ার মৃত্যু হাফেজ আব্দুল হক সরদারের পুত্র। জিজ্ঞাসাবাদে কামাল আরো বলেন,তার দুই ভাই টাকায় মাদক ব্যবসার সাথে জরিত একজনের নাম ফয়সাল অপর জনের নাম জাকির।
এব্যাপারে মামলা রুজু করা হয়েছে। অপর দিকে কাঠালিয়ায় গাজাসহ ৩জন ও ঝালকাঠি ডিবির হাতে ২জন কে আটক করা হয়েছে।