মঙ্গলবার ● ১৩ জুন ২০১৭
প্রথম পাতা » পটুয়াখালী » দফায় দফায় দমকা হাওয়া সহ ভারী বর্ষণ
দফায় দফায় দমকা হাওয়া সহ ভারী বর্ষণ
হাসান আলী, পটুয়াখালী প্রতিনিধি :: (২৯ জ্যৈষ্ঠ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.৫৭মি.) মৌসুমী নিম্নচাপের কারনে বঙ্গোপসাগর উত্তাল হয়েছে উঠেছে। রবি ও সোমবার পটুয়াখালীর কলাপাড়া সহ সমুদ্র উপকূলীয় এলাকায় দফায় দফায় দমকা হাওয়া ও ভারী বর্ষণ অব্যাহত রয়েছে। স্বাভাবিক জোয়ারের চেয়ে বিভিন্ন নদ-নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। সাগর রুদ্রমর্তি ধারন করায় জেলেরা মাছ ধরা বন্ধ করে ট্রলার নিয়ে মহিপুর, আলীপুর, ঢোস, খালগোড়া সহ বিভিন্ন পয়েন্টে নিরাপদ আশ্রয় নিয়েছে বলে স্থানীয় জেলেদের সূত্রে জানা গেছে। এদিকে উপকুলসহ পায়রা সমুদ্র বন্দরে এলাকায় তিন নম্বর সর্তক সংকেত জারী করেছে আবহাওয়া অফিস। দিনভর দমকা ঝড়ো হাওয়ার সাথে টানা বৃষ্টিতে জনজীবন স্থবির হয়ে পরেছে।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, ১২ জুন সোমবার সকাল ৬টা থেকে সকাল ৯ টা পর্যন্ত ৪২ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে।
এছাড়া রবিবার সকাল ৯টা থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত ৮২.৪ মিলি মিটার বৃস্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, দমকা ঝড়ো হাওয়ায় বিভিন্ন এলাকায় গাছ পালার ব্যাপক ক্ষাতিগ্রস্থ হয়েছে। এছাড়া ভারী বর্ষন ও স্বাভাবিক জোয়ারের চেয়ে পানি বৃদ্ধি পেয়ে উপজেলার চরাঞ্চলসহ নিম্মাঞ্চল প্লাবিত হয়েছে। বেশ কিছু মাছের ঘের পানিতে তলিয়ে যাওয়াসহ অনেক এলাকায় জলাবদ্ধতার খবর পাওয়া গেছে।
কুয়াকাটা-আলীপুর মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আনছার উদ্দিন মোল্লা সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, সমিতির পক্ষ থেকে সকল ট্রলার মালিক ও জেলেদের মোবাইলের পাশাপাশি মাইকিং করে সর্তক করে দেয়া হয়েছে। এ পর্যন্ত অনেক ট্রলার উপকূলের পোতাশ্রয়ে এসে পৌছেছে বলে তিনি জানিয়েছেন।