মঙ্গলবার ● ২০ জুন ২০১৭
প্রথম পাতা » অপরাধ » অবৈধভাবে ত্রিশালে সড়ক ও জনপথ বিভাগের জায়গায় মার্কেট নির্মাণ
অবৈধভাবে ত্রিশালে সড়ক ও জনপথ বিভাগের জায়গায় মার্কেট নির্মাণ
ময়মনসিংহ অফিস :: (৬ আষাঢ় ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১২.১৩মি.) ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল এলাকার বগার বাজার চৌরাস্তার মোড়ে সড়ক ও জনপথ বিভাগের জমি দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ জানা গেছে, উপজেলার আমিরাবাড়ী মৌজায় সাবেক দাগ নং ৯২৯ এবং বর্তমান দাগ নং ২২৫৮ এর সড়ক ও জনপথ বিভাগের মহাসড়কের পাশে স্থানীয় মৃত আবুল হোসেনের ছেলে মো. আহাদ মিয়া স্থায়ী ভাবে মার্কেট নির্মাণ করছে।
স্থানীয়দের অভিযোগ সড়ক ও জনপথ বিভাগের বগার বাজার চৌরাস্তা মোড়ে যে জায়গাটিতে মার্কেট নির্মাণ করা হচ্ছে তাতে জনসাধারনের চলাচলসহ বিভিন্ন অসুবিধার সৃষ্টি হচ্ছে। রাস্তার মোড়ে সিএনজি রাখা, গাড়িতে উঠানামা, গাড়ির মোড় নেওয়া মারাত্মক ভাবে ব্যহত হচ্ছে।
এব্যাপারে স্থানীয় লোকজন মো. আহাদ মিয়াকে বারবার মৌখিক ভাবে নিষেধ করলেও কোন বাধা না মেনেই জোর পূর্বক মার্কেট নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে। স্থানীয় সাইফুল ইসলামসহ এলাকার শতাধিক লোকের স্বাক্ষরিত সড়ক ও জনপথ বিভাগ, জেলা প্রশাসক সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ে অভিযোগ করেও কোন ফল পাচ্ছে না।
স্থানীয় আমিরাবাড়ী গুজিয়াম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান বুলবুল জানান, যে জায়গাটিতে মার্কেট স্থান করা হচ্ছে জায়গাটি সড়ক ও জনপথ বিভাগের। মার্কেট নির্মাণের ফলে রাস্তার পাশ দিয়ে আমার স্কুলের শিক্ষার্থীসহ জন সাধরান সারাক্ষন যাতায়াত করে। অবিলম্বে সরকার এ বিষয়ে পদক্ষেপ না নিলে এখানে যে কোন সময় বড় ধরনের সড়ক দুর্ঘটানার আশংকা রয়েছে।
স্থানীয় শাহজাহান সিরাজ জানান, আহাদ মিয়া একজন সেনাবাহিনীর অফিসার, যার ফলে এলাকার কারোও কথা না মেনে মার্কেট নির্মাণ করছেন। এর ফলে চৌরাস্তা এলাকায় যানবাহন চলাচলে চড়ম দুর্ভোগে পুহাতে হবে।
অপর দিকে ময়মনসিহের সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মাসুদ খানের কাছে অভিযোগের প্রেক্ষিতে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানতে চাইলে তিনি জানান, ভালুকা এস.ডি.ই কে সরেজমিনে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি এবং জুন মাসের পরেই সড়ক ও জনপথ বিভাগের রাস্তার দুপাশের অবৈধ দখল দারদের উচ্ছেদ অভিযান চালানো হবে ।