মঙ্গলবার ● ২০ জুন ২০১৭
প্রথম পাতা » গাজিপুর » ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট : ঈদে ঘরমুখো যাত্রীদের দুর্ভোগ
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট : ঈদে ঘরমুখো যাত্রীদের দুর্ভোগ
মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর জেলা প্রতিনিধি :: (৬ আষাঢ় ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ২.৩০মি.) গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও চন্দ্রা-নবীনগর সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ায় ১৯ জুন সোমবার সকাল থেকে এ যানজট সৃষ্টি হয়।
বৃষ্টি ও যানজটে আটকা পড়ে ভোগান্তিতে পড়েছেন ঈদে ঘরমুখো হাজার হাজার মানুষ।
স্থানীয় সূত্র জানায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চার লেন উত্তীর্ণকরণ কাজ চলছে। মহাসড়কের বিভিন্ন স্থানে ভাঙাচোরা স্থানে বৃষ্টির পানি জমে কাদায় পরিণত হয়েছে। এতে যানবহন সঠিকভাবে চলাচল করতে বিঘœ ঘটছে।
সোমবার দুপুর নাগাদ মহাসড়কের গাজীপুর কোনাবাড়ি থেকে টাঙ্গাইলের মির্জাপুর পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার যানজট লক্ষ্য করা গেছে। দেড় ঘণ্টার পথ পারি দিতে সময় লাগছে ১০-১৫ ঘণ্টা।
সালনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হোসেন সরকার সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, ভোগান্তি এড়াতে কর্মজীবীদের পরিবারের লোকজন আগেভাগেই বাড়ি ফিরছেন। ফলে মহাসড়কে গাড়ির চাপ বৃদ্ধি পেয়েছে। বৃষ্টিতে ভিজেও হাইওয়ে পুলিশ মানুষকে ভোগান্তি থেকে স্বস্তি দিতে মহাসড়কে যানজট নিরসনে কাজ করছে বলে জানান তিনি।