মঙ্গলবার ● ২০ জুন ২০১৭
প্রথম পাতা » জাতীয় » কাগজের পত্রিকা অদূর ভবিষ্যতে উঠে যাবে : প্রেস কাউন্সিলের সচিব শ্যামল চন্দ্র কর্মকার
কাগজের পত্রিকা অদূর ভবিষ্যতে উঠে যাবে : প্রেস কাউন্সিলের সচিব শ্যামল চন্দ্র কর্মকার
ঢাকা প্রতিনিধি :: (৬ আষাঢ় ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ২.৪৯মি.) বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব শ্যামল চন্দ্র কর্মকার বলেছেন ভবিষ্যতে অনলাইন সংবাদপত্র পত্রিকার মেইনষ্ট্রিম দখল করে নেবে। কাগজের পত্রিকা অদূর ভবিষ্যতে উঠে যাবে।
তিনি অনলাইন গণমাধ্যমের তৃণমুল পর্যায়ের সংগঠন বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন বনপা ‘র কেন্দ্রীয় কমিটির আয়োজনে ১৮ জুন রবিবার বিকালে ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আ্ইইবি), ঢাকায় “ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অনলাইন মিডিয়ার ভূমিকা” শীর্ষক আলোচনা সভা এবং দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রধান অতিথি অারো বলেন এখন অনলাইন সংবাদপত্রের প্লাবন চলছে, তবে মান সম্পন্ন সংবাদ পরিবেশনে অনলাইন গণমাধ্যমকে আরো নজর দিতে হবে। তিনি অনলাইন সম্পাদক মালিকদের সংগঠন বনপা’র সঙ্গে থাকবেন এবং সার্বিক সহযোগিতা দেবেন বলে প্রতিশ্রুতি দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত বক্তব্য দেন বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. সদর আলী বিশ্বাস,পানি উন্নয়ন বোর্ডের সাবেক প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার মসিহ-উর রহমান, ওয়ালটনের অ্যাডিশনাল পরিচালক প্রকৌশলী লিয়াকত আলী, দৈনিক বাংলার ডাক পত্রিকার সম্পাদক এ্যাড. মোয়ার হোসেন সিদ্দিক, জাতীয় অনলাইন প্রেস ক্লাবের আহ্বায়ক অধ্যাপক আকতার চৌধুরী ও বনপা’র সাধারণ সম্পাদক রোকমুনুর জামান রনি।
শুভেচ্ছা বক্তব্য দেন বনপা’র সমাজ কল্যাণ সম্পাদক ফখরুল ইসলাম চৌধুরী পরাগ, সাংগঠনিক সম্পাদক ও রবিউল হক খান প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বনপা’র প্রতিষ্ঠাতা সভাপতি শামসুল আলম স্বপন।
অনুষ্ঠানটির সার্বিক পরিচালনা করেন বনপা’র সিনিয়র যুগ্ম সম্পাদক সরকার রুহুল আমীন, যুগ্ম সম্পাদক মুনতাসীর রায়হান মীম,সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান,খলিল উদ্দিন ফরিদ,শাহাদাৎ হোসেন আশরাফ, ওয়ালী উল্লাহ খান, নির্বাহী সদস্য সুচিত্র সরকার ও শাহারিয়ার রিপন।