মঙ্গলবার ● ২০ জুন ২০১৭
প্রথম পাতা » প্রকৃতি ও পরিবেশ » খোয়াই নদীর পানি বিপদসীমার উপরে : আতঙ্কে শহরবাসী
খোয়াই নদীর পানি বিপদসীমার উপরে : আতঙ্কে শহরবাসী
ছনি চৌধুরী,হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জে খোয়াই নদীর পানি বিপদ সীমার ২শ’ ২০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে আতঙ্কিত হয়ে পড়েছেন শহরবাসী।
এ বিষয়ে জনগণকে সতর্ক থাকার জন্য প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে। ইতোমধ্যে শহরের নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে। সেখানকার বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে।
সোমবার (১৯ জুন) রাত ১১টা পর্যন্ত খোয়াই নদীর কোনো বাধ ভাঙ্গেনি। কিন্তু শহরের কামড়াপুর দিয়ে খোয়াই নদীর শহর রক্ষা বাঁধ ভেঙ্গে গেছে এমন গুজব ছড়িয়ে পরে শহরজুরে আতঙ্কের সৃষ্টি হয়। কর্মক্ষেত্রের সকল মানুষ ভয়ে নিরাপদ আশ্রয়স্থলে ছুটতে শুরু করেন।
পানি উন্নয়ণ বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী তৌহিদুল ইসলাম সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, ভারতের বাল্লা সীমান্তে প্রচুর বৃষ্টিপাত হওয়ায় এবং উজান থেকে নেমে আসা পানিতে হবিগঞ্জের খোয়াই নদীর পানি বিপদ সীমার ২শ’ ২০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আতঙ্কিত হওয়ার কিছু নেই। বাঁধ অতি ঝুঁকিপূর্ণ, তবে এখনও ভাঙ্গেনি। সবাইকে সতর্ক থাকার জন্য মাকিং করা হয়েছে।
তিনি আরও বলেন, পানির বৃদ্ধি অব্যহত রয়েছে। তবে কোনো দিক দিয়ে নদীর পানি ছেড়ে দেওয়া যায় কি না তার অনুসন্ধান চলছে। আশা করছি কিছু সময়ের মধ্যেই এর সমাধান হবে।
তিনি আরও জানান, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা নদীর বাধ ঘুরে দেখছেন। কোনও স্থানে ত্রুটি বা ভাঙনের আশঙ্কা দেখলে সেখানে বালুর বস্তা ফেলা হচ্ছে। যে কোনো প্রস্তুতির জন্য তারা ১০ হাজার বালুর বস্তা প্রস্তুত রেখেছে বলেও জানান তিনি।