বুধবার ● ২১ জুন ২০১৭
প্রথম পাতা » শিরোনাম » নিহত মকরমের বাড়িতে শোকের মাতম
নিহত মকরমের বাড়িতে শোকের মাতম
মো. আবুল কাশেম,বিশ্বনাথ প্রতিনিধি :: (৭আষাঢ় ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.১৪মি.) যুক্তরাজ্য মসজিদের কাছে মুসল্লিদের ওপর ভ্যান হামলায় নিহত বাংলাদেশি মকরম আলী (৬২) গ্রামের বাড়ি সিলেটের বিশ্বনাথের সরুয়ালায় চলছে শোকের মাতম। প্রিয়জন হারানো পরিবার-পরিজনের কান্নায় ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
২০ জুন মঙ্গলবার বিকেলে স্থানীয় সাংবাদিকবৃন্দ মকরমের বাড়িতে যান। এসময় বাড়িরর ভিতর থেকে কয়েকজন মহিলার কান্নার আওয়াজ শুনা যায়।
মকরমের বড় ভাইয়ের ছেলে জিয়াদ আহমদ জানালেন, ভিতরে নিহত ইরনের দুই বোন কান্নাকাটি করছেন। কথা বলতে গিয়ে তিনিও আবেগাপুন্ত হয়ে পড়েন।
নিহত মকরমের দু’বোন সিতারা বেগম ও তেরাবান বিবি জানান, আমরা তিন ভাই তিন বোনের মধ্যে তিনি (মকরম) ছিলেন সবার ছোট। আমাদের বড় দুই ভাই অনেক আগেই মারা গেছেন। যার কারণে, ভাই বলতে মকরমই ছিল সকলের আদরের। গত সোমবারের হামলায় তার নিহত হওয়ার খবর শুনে আমরা হতবিহ্বল হয়ে পড়ি। আমরা ভাই হত্যার বিচার চাই।
পারিবারিক সূত্র জানায়, বার বছর আগে বিশ্বনাথ উপজেলার সরুয়ালা গ্রামের মৃত আবদুল গণির পুত্র মকরম আলী লন্ডনে পাড়ি জমান। দুই ছেলে ও চার কন্যাসন্তানের জনক মকরম দীর্ঘদিন ধরে স্বপরিবারে সেখানেই বসবাস করে আসছিলেন। গ্রামে তার বড় দুই ভাইয়ের একান্নবর্তী পরিবারের বসবাস। ২০১৫ সালের আগস্টে তিনি সর্বশেষ দেশে আসেন এবং এই রমজানের পূর্বে বাড়ির স্বজনের সঙ্গে ফোনে সর্বশেষ কথা হয় তার।
প্রসঙ্গত, গত সোমবার লন্ডনের স্থানীয় সময় রাত ১২টার দিকে সেভেন সিস্টারস রোডের মুসলিম ওয়েলফেয়ার মসজিদের মুসল্লিদের ওপর ভ্যান হামলা চালানো হয়। তারাবি নামাজ শেষে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন মুসলি¬রা। এ সময় ভ্যানচাপায় বিশ্বনাথের মকরম আলী নিহত ও অন্তত ১০ জন আহত হন। ঘটনায় জড়িত সন্দেহে এক চালককে গ্রেফতার করে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এদিকে যুক্তরাজ্যে এধরনের সন্ত্রাসী হামলার ঘটনার বিস্ময় প্রকাশ করেছেন বিশ্বনাথ সদর ইউনিয়নের চেয়ারম্যান ছয়ফুল হক। তিনি হামলাকারীর ফাঁসির দাবি জানিয়ে বলেন, লন্ডনে বিপুল সংখ্যক আমাদের সিলেট তথা বিশ্বনাথের লোকজন বসবাস করছেন। কিন্তু ঘন ঘন হামলা আর সংঘর্ষের ঘটনায় আমরা উদ্বিগ্ন।
বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম পিপিএম সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, তিনি শুনেছেন লন্ডনে গাড়ি হামলায় নিহত হয়েছেন বিশ্বনাথের মোকাররম নামের একজন।