বুধবার ● ২১ জুন ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » অনলাইন গণমাধ্যম সংগঠন সমুহের প্রতি আহবান
অনলাইন গণমাধ্যম সংগঠন সমুহের প্রতি আহবান
নির্মল বড়ুয়া মিলন :: (৭আষাঢ় ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.০০মি.) অনলাইন গণমাধ্যমের নিউজ পোর্টাল, অনলাইন টেলিভিশন ও অনলাইন রেডিও বাংলাদেশে অনলাইন গণমাধ্যমের প্রকাশক ও সম্পাদকদের একাধিক সংগঠন গড়ে ওঠা অনলাইন গণমাধ্যমের জন্য একদিকে যেমনই সুখবর তেমনই দুর্ভাগ্য। যে দেশে এখনো অনলাইন গণমাধ্যম সরকারের নিবন্ধন লাভে সক্ষম হয়নি অথচ সেখানে বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিশেন বনপা, বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশন বোমা, বাংলাদেশ অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশন বোজা, বাংলাদেশ অনলাইন মিডিয়া ওনারস এসোসিয়েশন বোমোয়া, বাংলাদেশ আওয়ামী অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশন ও বাংলাদেশ অনলাইন মিডিয়া ফোরাম ইত্যাদি নামে কিছু সংগঠন। অনলাইন গণমাধ্যমের সংগঠনের নেতাদের স্ব-স্ব উদ্দেগে এগিয়ে এসে একটি প্লাটফর্মে এসে কাজ করার আহবান জানাচ্ছি।এখনই সময়। আসুন আমরা এক সাথে বসে “জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা -২০১৭” আইনটি আমাদের সকলের জন্য কতটুকু প্রযোজ্য হবে বা মঙ্গল বয়ে আনবে বিশদ পর্যালোচনা করি।
অনলাইন গণমাধ্যমের সকল সংগঠনের নেতারা সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যের ভিত্তিতে অনলাইন গণমাধ্যমের স্বার্থে একসাথে বসে “জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা -২০১৭” আইনটিতে নিজেদের অধিকারের বিষয়গুলি কোন জায়গায় বঞ্চিত করা হয়েছে ও বৈষম্যনীতি অনুসরন করা হয়েছে বিশদভাবে পর্যালোচনা করে সরকারের নিকট লিখিতভাবে তুলে ধরা উচিৎ।
লেখক : নির্মল বড়ুয়া মিলন
সহ সভাপতি
বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিশেন-বনপা।