বুধবার ● ২১ জুন ২০১৭
প্রথম পাতা » খাগড়াছড়ি » পানছড়িতে দাতা সংস্থার অর্থায়নে ফার্নিচারসহ বিভিন্ন সামগ্রী বিতরণ
পানছড়িতে দাতা সংস্থার অর্থায়নে ফার্নিচারসহ বিভিন্ন সামগ্রী বিতরণ
মো. হেলাল উদ্দিন,পানছড়ি প্রতিনিধি :: (৭আষাঢ় ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.০৮মি.) খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলায় দাতা সংস্থা এডিবি‘র অর্থায়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে ফ্যান, ধর্মীয় প্রতিষ্টানে মাইক, স্টালপ্লাজা, চেয়ার, টেবিল ও ছাগল বিতরণ করা হয়েছে। ২১ জুন বুধবার দুপুরে দিকে এ সকল সামগ্রী বিতরণ করা হয়।
এ উপলক্ষে উপজেলা পরিষদ যাত্রী ছাউনীতে প্রধান অতিথি হিসাবে পানছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান সর্বোত্তম চাকমা উপস্থিত থেকে এ সকল সামগ্রী বিতরণ করেন।
বিতরণকৃত সামগ্রীর মধ্যে রয়েছে, সত্য নারায়ণ কার্বারীপাড়া শ্রী কুন্তিমাছড়া গ্রামে ডেকোলেশন সরঞ্জাম, বাগানপাড়া স্বধর্ম বৌদ্ধ বিহারে মাইক সরবরাহ করণ প্রকল্প, স্টালপ্লাজা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে ফ্যান, দুঃস্থ ও গরীব মহিলাদের ছাগল।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম, ভাইস চেয়ারম্যান মো. লোকমান হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান রত্না তংচঙ্গা, ১নং লোগাং ইউপি চেয়ারম্যান প্রত্ত্যুর চাকমা, ২নং চেঙ্গী ইউপি চেয়ারম্যান কালা চান চাকমা, ৪নং লতিবান ইউপি চেয়ারম্যান কিরণ ত্রিপুরা, ৫নং উল্টাছড়ি ইউপি চেয়ারম্যান বিজয় চাকমা ও উপজেলা প্রকৌশলী অরুন কুমার দাশ প্রমূখ।
ছাগল প্রাপ্ত সাওতালপাড়ার নয়ন সাওতাল, নিলাধনপাড়ার কংজরি ত্রিপুরা বলেন এই প্রথম কিছু সরকারের কাছ থেকে পেয়ে খুব খুশী লাগছে।