সোমবার ● ১৬ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » কক্সবাজার » উখিয়া কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ ও ভাংচুর
উখিয়া কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ ও ভাংচুর
উখিয়া প্রতিনিধি :: কঙ্বাজারের উখিয়া কলেজে অতিরিক্ত ফি ও জরিমানা আদায়ের অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ ও ভাংচুর ৷
১৬ অক্টোবর, সোমবার দুপুর ১১.৩০টায় এইচ.এস.সি ২০১৪-২০১৫ শিৰাবর্ষের রোল নং- ৮৫, মানবিক শাখার ছাত্র সাইদুল আমিন টিপুর নেতৃত্বে পাতাবাড়ী এলাকার অনার্সের ছাত্র দুদু মিয়ার পুত্র নুরুল আমিন, কুতুপালং এলাকার আইয়ুব আলী পুত্র আনিসুল ইসলাম মোস্তফা সহ অজ্ঞাত ৩/৪ জন একটি সংঘবদ্ধ দল বিক্ষোভ করে অধ্যক্ষের কার্যালয়ে চেয়ার ভাংচুর করার অভিযোগ করেন অধ্যক্ষ ফলজুল করিম সহ প্রত্যক্ষদর্শী একাধিক শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থী ৷ এ ব্যাপারে অধ্যক্ষ আরো বলেন, ১৫ অক্টোবর তারিখের টিপুর আবেদনটি আমলে নিয়ে এ বিষয়ে একাডেমিক কমিটি ও গভর্ণিং বডির সাথে বৈঠকের মাধ্যমে সিদ্ধান্তা নেওয়া হবে বলে আশ্বস্থ করলেও অতর্কিত অবস্থায় শিক্ষকদের তোয়াক্ষা না করে বহিরাগত ও অনিয়মিত কিছু শিক্ষার্থীকে সংগঠিত করে সন্ত্রাসী কায়দায় ভাংচুর চালালে উখিয়া থানা পুলিশকে খবর দিই এবং পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷ অভিযুক্ত সাইদুল আমিন টিপু সদ্য নির্বাচিত গভর্ণিং বডির অভিভাবক প্রতিনিধি রুহুল আমিনের পুত্র বলে তিনি জানান৷
ভাংচুরের ঘটনায় তাত্ক্ষণিক ফোনালাপে অভিযুক্ত সকলের তালিকা তৈরি করে আইনগত ব্যবস্থা সহ একাডেমিক ভাবে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন গভর্ণিং বডির সভাপতি আলহাজ্ব আবদুর রহমান, প্রতিষ্ঠাতা ও সাবেক সাংসদ আলহাজ্ব শাহজাহান চৌধুরী, দাতা প্রতিনিধি এড. এ.কে.এম শাহজালাল চৌধুরী, প্রতিনিধি অভিভাবক যথাক্রমে প্রতিনিধি আদিল উদ্দিন চৌধুরী, রুহুল আমিন মেম্বার, এড. আব্দুর রহিম, সকল শিক্ষক প্রতিনিধি সহ ছাত্রলীগ উখিয়া উপজেলা শাখার সভাপতি ছৈয়দ মোহাম্মদ সহ প্রমুখ ৷
আপলোড : ১৬ নভেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : দুপুর ৪.০৫ মিঃ