শুক্রবার ● ২৩ জুন ২০১৭
প্রথম পাতা » পাবনা » সবার আন্তরিকতায় সরকারের ভিশন দ্রুত বাস্তবায়ন হবে : রেখা রানী বালো
সবার আন্তরিকতায় সরকারের ভিশন দ্রুত বাস্তবায়ন হবে : রেখা রানী বালো
পাবনা প্রতিনিধি :: (৯ আষাঢ় ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১.৫৪মি.) পাবনা জেলা প্রশাসক রেখা রানী বালো বলেছেন- বিন্দু থেকেই সিন্ধু হয়েছে। আমাদের ছোট ছোট প্রচেষ্ঠাই এই্ দেশকে উন্নয়নের শেখরে নিয়ে যাবে। মনে রাখতে হবে জনগণের টাকায় সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বেতন হয়। জনগনের সেবায় কোন প্রকার ঘাটতি রাখা যাবে না। বিবেক দ্বারা তারিত্ব হয়ে দেশ ও জাতিকে আপন ভেবে সেবা দিতে হবে। কথা নয় কাজ দিয়ে দেশকে ভালোবাসতে হবে। আজ খেকে এখান থেকে সেবার প্রত্যয় নিয়ে কাজ করলেই দেশের উন্নয়ন হবে। সবার আন্তরিকতায় সরকারের ভিশন দ্রুত বাস্তবায়ন হবে।
২২ জুন বৃহস্পতিবার সকালে পাবনা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আন্তজার্তিক পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
রেখা রানী বালো এর সভাপতিত্বে আলোচনা আরোও উপস্থিত ছিলেন- জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোখলেছুর রহমান, সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. হুমায়ুন কবির মজুমদার, অতিরিক্ত জেলা প্রশাসক মাকসুদা বেগম সিদ্দিকা, সালমা খাতুন, রুহুল আমীন, ত্রান কর্মকর্তা শেখ সিরাজুল ইসলাম, সহকারী কমিশনার আসগর আলী ও সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা কায়ছারুল ইসলাম প্রমুখ।
দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।