শুক্রবার ● ২৩ জুন ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » ঈদ সাজে মেহেদির রং
ঈদ সাজে মেহেদির রং
মুতাসিম বিল্লাহ, বরগুনা প্রতিনিধি :: (৯ আষাঢ় ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৪.৫৮মি.) ঈদ সাজে পূর্ণতা দেয় মেহেদির লাল/কালো রং। ছোট-বড় সব বয়সের মেয়েদের কাছেই হাতে মেহেদি লাগানোর সময় থেকেই শুরু হয় ঈদ উৎসব।
এ যেনো এক নতুন দিগন্ত মেহেদি না হলে হাত দু’টি ঈদের আনন্দে হাসবে না! সব কেনাকাটা শেষ, সবাই ছুটছেন পার্লারে, শেষ সময়ে নিজেকে আরও একটু সুন্দর করার চেষ্টা। এবার পালা মেহেদি লাগানোর।
পার্লারে শিশুদের মেহেদির জন্য খরচ পড়ছে ৫শত থেকে ১ হাজার টাকা। বড়দের ১৫শত থেকে ২ হাজার টাকা। তবে চাইলে বাড়িতেও মেহেদি লাগাতে পারেন। মার্কেটে গুলোতে পটোল কুমার, রাঙাপরি, সাজগোল্ড, লিজান, আলমাস, আড়ং, মমতাজ, এলিট, শাহজাদী, লিজানসহ বিভিন্ন ব্র্যান্ডের মেহেদি পাওয়া যাচ্ছে। এগুলোর দাম ৫০ থেকে ৭০ টাকার মধ্যে। নকশার সুবিধার জন্য প্রত্যেক টিউবের সাথে ছোট নকশা বই থাকে। একটু ভালো করে খেয়াল করলে ময়ূর, কলকা এবং ফুলেল নকশাসহ প্রায় পার্লারের মতো ডিজাইন ঘরেই করে নিতে পাবরেন।
অনেকের অ্যালার্জির সমস্যা থাকে। বাজারের মেহেদি লাগালে হাতের পৌচনসহ নানা উপদ্রব দেখা দেয়। তাই সচেতন থাকতে হবে। বিশেষ করে শিশুদের হাতে মেহেদি লাগাতে নিতে হবে বাড়তি সতর্কতা। মাত্র ২-৫ মিনিটে রং হয়, এমন চটকদার বিজ্ঞাপনের এই নকল মেহেদি না নিয়ে অবশ্যই ভালো ব্র্যান্ডের আসল মেহেদি ব্যবহার করুন। রং যেন দ্রুত চলে না যায় কিংবা হালকা না হয়, সেজন্য ঈদের আগে পরে কয়েক দিন সাবান এবং পানি কম ব্যবহার করুন।
ঈদ উৎসবে বাড়তি আনন্দ যোগ করুন মেহেদির রং-এ। এবারের ঈদ আনন্দ হোক মেহেদির অপরুপ সাজে এমনটি প্রত্যশা।