শুক্রবার ● ২৩ জুন ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে পাহাড় ধ্বসে ক্ষতিগ্রস্থ পরিবারে ডিগনিটি কিটস্ বিতরণ
রাঙামাটিতে পাহাড় ধ্বসে ক্ষতিগ্রস্থ পরিবারে ডিগনিটি কিটস্ বিতরণ
ষ্টাফ রিপোর্টার :: (৯আষাঢ় ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৩১মি.) রাঙামাটিতে পাহাড় ধ্বসের ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারের মহিলাদের স্বাস্থ্য ব্যবস্থ্যা সঠিক রাখার লক্ষ্যে এ্যাকশান এইড বাংলাদেশ ও বেসরকারী উন্নয়ন সংস্থা গ্রীনহিলের উদ্দ্যেগে ইইএন-ডিগনিটি কিটস্ বিতরণ করা হয়।
২৩জুন শুক্রবার বিকেলে রাঙামাটির ওমদামিয়া হিল প্রাথমিক বিদ্যালয়ের আশ্রয় কেন্দ্রে থাকা ৩৯টি পরিবার প্রধানদের মাঝে ইইএন-ডিগনিটি কিটস্ বিতরণ করা হয়।
বিতরনী অনুষ্ঠানে রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান, বেসরকারী উন্নয়ন সংস্থা গ্রীনহিলের চেয়ারপার্সন টুকু তালুকদার, প্রজেক্ট ম্যানেজার লাল চুয়াক লিয়ানা পাংখোয়া, কন্সালটেন্ট সাংবাদিক সুনীল কান্তি দে, এ্যাকশান এইড বাংলাদেশ এর এমইএ নবিউল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।
বিতরণ কালে রাঙামাটি জেলা প্রশাসক বলেন, রাঙামাটির পাহাড় ধ্বসে দুর্গতদের সাহায্যে সকলেই এগিয়ে এসেছে। দুর্গতদের যে ক্ষতি হয়েছে তা হয়তো পুরণ করা সম্ভব নয়। তার পরও সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন ও কিছু কিছু এনজিও যেভাবে এগিয়ে এসেছে তা প্রশংসনীয়। এ্যাকশান এইড এর সহায়তায়, স্থানীয় এনজিও সংস্থা গ্রীণহিল মহিলাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য যে কিটস্ বক্স বিতরণ করছে তা মহিলাদের অত্যন্ত উপকারে লাগবে বলে তিনি মন্তব্য করেন।