শনিবার ● ২৪ জুন ২০১৭
প্রথম পাতা » গাজিপুর » ট্রাকে বাসের ছাদে করে ভ্রমণ না করার আহবান কাদেরের
ট্রাকে বাসের ছাদে করে ভ্রমণ না করার আহবান কাদেরের
মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর জেলা প্রতিনিধি :: (১০ আষাঢ় ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১১.৪১মি.) গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রাসহ সারা দেশের সড়ক পরিস্থিতি ভালো রয়েছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি ২৪ জুন শনিবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রায় মহাসড়ক পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, আর্থ-সামাজিকভাবে নিম্ন আয়ের মানুষেরা খরচ বাঁচানেরা জন্যে সিমেন্টবাহী ট্রাকে ওঠেছিল বলে রংপুরে বেশ কয়েকজন মানুষ দুর্ঘটনায় প্রাণ হানিয়েছেন। ঈদে ঘরমুখো মানুষকে ট্রাকে, বাসের ছাদে করে ভ্রমণ না করার আহবান জানান তিনি।
পরিদর্শনকালে মন্ত্রীর সাথে অন্যান্যোর মধ্যে উপস্থিত ছিলেন সড়ক বিভাগের ঢাকা জোনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, কালিয়াকৈরের উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সানোয়ার হোসেনসহ সড়ক ও জনপথের উর্দ্ধতন কর্মকর্তারা।
এর আগে মন্ত্রী ঢাকা আরিচা মহাসড়ক পরিদর্শন করেন। এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, রংপুরে সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যুর ঘটনা দুঃখজনক আমরা এনিয়ে একটি তদন্ত টিম গঠন করেছি।
মন্ত্রী এসময় আরও বলেন বেপোয়ারাভাবে গাড়ি চালানোর কারনণ রংপুরে এই দুর্ঘটনা ঘটেছে। তাই আমাদের উচিত কেই গাড়ির ছাদে যেন ঝুঁকিপূর্ণভাবে বাড়িতে না যাই। আমি রংপুরে সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবারকে সাহায্যের জন্য স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের নির্দেশ দিয়েছি। দেশে জঙ্গি হামলার কারন উড়িয়ে দেওয়ায় যায়না। হলি আর্টিজানে হামলা হবে ও শোলাকিয়ায় হামলা হবে এ আশঙ্কা আমরা কখনো করিনি। তার পরেও জঙ্গিরা হামলা করেছে। বিএনপির আন্দোলন চোরাবালির মধ্যে আটকে গেছেও বলে মন্তব্য করেন তিনি।
মন্ত্রীর সাথে এসময় উপস্থিত ছিলেন ঢাকা ১৯ আসনের সরকার দলীয় সংসদ সদস্য ডাঃ এনামুর রহমান, সাংবাদিক ও কলামিস্ট সৈয়দ আবুল মকছুদ, সাভার উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফখরুল আলম সমর, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্ল্যা, সাভার উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাছির আহমেদসহ আরো অনেকে।