সোমবার ● ২৬ জুন ২০১৭
প্রথম পাতা » অপরাধ » রাঙামাটি শহরে দীর্ঘদিন ধরে চলছে জমজমাট জুয়া খেলার আসর
রাঙামাটি শহরে দীর্ঘদিন ধরে চলছে জমজমাট জুয়া খেলার আসর
ষ্টাফ রিপোর্টার :: (১২আষাঢ় ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১২.২২মি.) রাঙামাটি জেলার সদর উপজেলায় শহর এলাকায় দীর্ঘদিন ধরে প্রকাশ্য জনসম্মুখে প্রশাসনের নাকের ডগায় চলছে জমজমাট জুয়া খেলার আসর।
শহরের পুরাতন ষ্টেডিয়াম, তবলছড়ি খাদ্য গুদাম সংলগ্ন, রাঙামাটি পৌরসভার সামনে, কাঠালতলী, বনরুপা রাজনৈতিক এক নেতার মার্কেটে,কাটাপাহাড় লেন, রাজবাড়ি এলাকায়, কলেজ গেইট ও ভেদ ভেদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে প্রতিদিন এই জুয়া ও ইয়াবা নেশার আসর বসে।
নেশা ও জুয়ার টাকা জোগার করতে এলাকার উঠতি যুবকরা চুরিসহ নানারকম অপরাধে জড়িয়ে পড়ছে। এর ফলে রাঙামাটি শহরে চুরির প্রবণতা দিন দিন বেড়েই চলছে । এই তাসের জুয়া খেলায় ভেদ ভেদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে এলাকাসহ আশপাশের এলাকার কলেজ পড়ুয়া তরুণ ও যুবকরা জড়িয়ে পড়ছে।
এদিকে আইন শৃংখলা বাহিনী ও স্থানীয় প্রশাসন নিরব ভূমিকা পালন করছে বলে এলাকাবাসীর অভিযোগ রয়েছে।
ভেদ ভেদী এলাকাবাসী সুত্রে জানা যায় ফারুক তালুকদার, আজগর আলি, ইয়াকুব আলি ও তপন পালের নেতৃত্বে ওই জুয়া খেলা চলছে বলে লিখিত অভিযোগ করেছে স্থানীয়রা। তাদের সাথে স্থানীয় ও জেলা পর্যায়ের রাজনৈতিক নেতারা জড়িত আছে বলে অভিযোগ রয়েছে।
প্রতিদিন দুপুর থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে আগত কুখ্যাত জুয়াড়িরা এসে সমবেত হয়। তারা হাজার টাকা থেকে লক্ষ লক্ষ টাকার জুয়া খেলায় মেতে উঠেন। এলাকার কিছু প্রভাবশালী ক্ষমতাসীনদের লোককে হাত করে চালিয়ে যাচ্ছে এই রমরমা জুয়ার আসর।
ভেদ ভেদী এলাকার জনৈক ব্যক্তি তার নাম প্রকাশ না করার শর্তে বলেন, ভিন্ন এলাকার লোকজন এসে আমাদের ভেদ ভেদী এলাকায় এসে জুয়া খেলছে, তারা আমাদের এলাকার দুর্নাম করছে ও যুবসমাজকে নষ্ট করছে এই জুয়া খেলা পুলিশের সহায়তার মাধ্যমে যত তাড়াতাড়ি সম্ভব বন্ধ করা হোক।
এ ব্যাপারে ভেদ ভেদী এলাকার আরেকজন তার নাম গোপন রাখার শর্তে বলেন, এলাকায় এই জুয়া খেলা অবশ্যই অপরাধমুলক কাজ। আমরা ভেদ ভেদী এলাকার সচেতন নাগরিক হিসাবে রাঙামাটি জেলা প্রশাসক, রাঙামাটি পুলিশ সুপার, সেনা বাহিনীর সদর জোন ও গোয়েন্দা সংস্থায় লিখিত অভিযোগ করেছি। জুয়ার বিষয়ে এখনো আইনগত ব্যবস্থা নেয়া হয়নি। রাঙামাটি শহরে জুয়া খেলা বন্ধ করার দাবি জানান স্থানীয়রা।